Ayushman Bharat Health Scheme: ৭০ ঊর্ধ্ব প্রবীণরাও এবার স্বাস্থ্যবিমার আওতায়, আয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের! কোটি কোটি মানুষের মুখে হাসি
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Ayushman Bharat Health Scheme: এখন থেকে আয় নির্বিশেষে ৭০ বছর এবং তার বেশি বয়সিরা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন। জেনে নিন এখনই
advertisement
1/7

প্রবীণ নাগরিকদের জন্য বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। এখন থেকে আয় নির্বিশেষে ৭০ বছর এবং তার বেশি বয়সিরা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন। প্রসঙ্গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করেছিলেন। অবশেষে তাতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
advertisement
2/7
স্বাস্থ্য বিমা: আয়ুষ্মান যোজনায় প্রতি বছর পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা দেওয়া হয়। এই প্রকল্পে ৪.৫ কোটি পরিবার এবং ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হন।
advertisement
3/7
নতুন AB PM-JAY কার্ড: যোগ্য প্রবীণ নাগরিকদের AB PM-JAY স্কিমের অধীনে একটি নতুন স্পেশাল কার্ড দেওয়া হবে।
advertisement
4/7
প্রবীণ নাগরিকদের জন্য অ্যাডিশনাল কভারেজ: ৭০ বছর বা তার বেশি বয়সি যে সব প্রবীণ নাগরিকরা ইতিমধ্যেই AB PM-JAY স্কিমের আওতায় রয়েছেন, তাঁদের প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত টপ আপ দেওয়া হবে।
advertisement
5/7
স্বাস্থ্য বিমা বেছে নিতে হবে: ৭০ বছর বা তার বেশি বয়সি যারা ইতিমধ্যেই অন্যান্য পাবলিক হেলথ ইনস্যুরেন্স স্কিম নিয়েছেন, তাঁরা বর্তমান প্ল্যান রাখতে পারেন অথবা AB PM-JAY স্কিমে স্যুইচ করতে পারেন।
advertisement
6/7
কেন্দ্র সরকারের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে ৭০ বছর বা তার বেশি বয়সের সকল প্রবীণ নাগরিক AB PM-JAY স্কিমের সুবিধা নিতে পারেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই স্কিমের আওতায় স্বতন্ত্র কার্ড দেওয়া হবে। পরিবারের যে সব বয়স্ক নাগরিকরা ইতিমধ্যেই স্কিমের আওতায় রয়েছেন, তাঁদের অতিরিক্ত ৫ লাখ টাকা পর্যন্ত টপ আপ দেওয়া হবে।’’
advertisement
7/7
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সি যে সব প্রবীণ নাগরিক কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS), প্রাক্তন কর্মী কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) বা আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর মতো বিভিন্ন জনস্বাস্থ্য বিমা প্রকল্পগুলির আওতায় রয়েছেন তাঁরা সেই স্কিম স্কিম চালিয়ে যেতে পারেন অথবা AB PM-JAY স্কিমে স্যুইচ করতে পারেন। ব্যক্তিগত স্বাস্থ্য বিমা পলিসি বা কর্মচারীদের রাষ্ট্রীয় বীমা প্রকল্পের আওতায় থাকা সিনিয়ররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ayushman Bharat Health Scheme: ৭০ ঊর্ধ্ব প্রবীণরাও এবার স্বাস্থ্যবিমার আওতায়, আয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের! কোটি কোটি মানুষের মুখে হাসি