TRENDING:

বিশ্বের সবচেয়ে 'দুর্বল' ATM পিন 'এটাই'...! আপনারটা নয় তো? সতর্ক হন, নইলে!

Last Updated:
ATM: ডিজিটাল যুগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা ফোন অথবা কম্পিউটার, প্রত্যেক ব্যক্তির জন্য তাঁর তথ্যগত নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। এক্ষেত্রে পাসওয়ার্ডের মতোই গুরুত্বপূর্ণ হল ATM PIN। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা এটিএম কার্ড, তার নিরাপত্তা নির্ভর করে আপনার সেট করে রাখা পাসওয়ার্ড বা পিন নম্বরের উপর।
advertisement
1/10
বিশ্বের সবচেয়ে 'দুর্বল' ATM পিন 'এটাই'...! আপনারটা নয় তো? সতর্ক হন, নইলে!
ডিজিটাল যুগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা ফোন অথবা কম্পিউটার, প্রত্যেক ব্যক্তির জন্য তাঁর তথ্যগত নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। এক্ষেত্রে পাসওয়ার্ডের মতোই গুরুত্বপূর্ণ হল ATM PIN। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা এটিএম কার্ড, তার নিরাপত্তা নির্ভর করে আপনার সেট করে রাখা পাসওয়ার্ড বা পিন নম্বরের উপর।
advertisement
2/10
বস্তুত এটিএম পিন হল আপনার কার্ডের সেই চাবিকাঠি, যা সঠিকভাবে বেছে না নিলে সাইবার ক্রাইম বা অনধিকারপ্রবেশকারীর শিকার হওয়া খুব সহজ হয়ে যেতে পারে। এটিএম পিন সেট করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অধিকাংশ মানুষই এমন পিন বেছে নেন যেটি মনে রাখা সহজ হয়।
advertisement
3/10
আর এখানেই হয়ে যায় বড় ভুল। কারণ সহজেই অনুমানযোগ্য পিন হ্যাকারদের জন্যও সহজ হয়ে ওঠে। আর সেই ঝুঁকিপূর্ণ এটিএম পিন ক্রমশ বড় বিপদের দিকে ঠেলে দিতে পারে ব্যক্তিকে।
advertisement
4/10
Forbes-এর সাম্প্রতিক এক রিপোর্টে এমন বেশ কিছু ATM পিনের তালিকা প্রকাশিত হয়েছে, যেগুলোকে বিশ্বের সবচেয়ে দুর্বল পিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পিনগুলোর প্রধান সমস্যা হল—এগুলি অত্যন্ত সহজ, সহজে অনুমেয় এবং বহু মানুষ সংখ্যক মানুষ এগুলো ব্যবহার করে থাকেন। ফলে হ্যাকারদের জন্য এগুলো ব্রেক করা খুবই সহজ।
advertisement
5/10
একটি ATM PIN মাত্র চার ডিজিটের হয়, তাই এখানে ভ্যারিয়েশনের সুযোগ অত্যন্ত সীমিত। কিন্তু তারপরও যদি কেউ 1234, 0000 বা 1111-এর মতো সহজ পিন ব্যবহার করেন, তাহলে সেটা তাদের সহজেই বড় বিপদের মুখে ঠেলে দেয়।
advertisement
6/10
বিশেষজ্ঞদের মতে, নিজের জন্মদিন, গাড়ির নম্বর, বা ধারাবাহিক কোনও চার সংখ্যা কখনও পিন হিসেবে ব্যবহার করা উচিত নয়।
advertisement
7/10
Forbes-এর রিপোর্ট অনুযায়ী জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং দুর্বল পিন কোনটি? জানলে অবাক হবেন যে এই তালিকায় শীর্ষে আছে ১২৩৪ নম্বরটি। এছাড়াও ১১১১, ০০০০, ১২১২, ১১২২, ৪৪৪৪, ২২২২, ১৩৪২, ১৯৮৬ ও ২০২০। এর মধ্যে অনেক পিন ব্যক্তির জন্ম সাল বা ধারাবাহিক সংখ্যা ভিত্তিক হয়ে থাকে যা অনুমান করা খুবই সহজ।
advertisement
8/10
এছাড়া রিপোর্টে আরও ৫০টি পিনের তালিকা দেওয়া হয়েছে যেগুলির মধ্যে রয়েছে ১০১০, ১৩১৩, ১৯৭৩ থেকে শুরু করে ২০২০ ও ৯৯৯৯ পর্যন্ত একাধিক সাধারণ সংখ্যা। যদি আপনার ATM পিন এই তালিকায় পড়ে, তবে এখনই পিন পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ হবে।
advertisement
9/10
কী ভাবে বানাবেন নিরাপদ পিন?এক্ষেত্রে সবসময় মনে রাখবেন, এটিএম পিনে যেন ধারাবাহিক সংখ্যা না থাকে। একই সংখ্যার পুনরাবৃত্তি, যেমন ৫৫৫৫ বা ৬৬৬৬, জাতীয় নম্বর এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্য, যেমন জন্মতারিখ, মোবাইল নম্বরের শেষ চার সংখ্যা বা গাড়ির নম্বর, পিন হিসেবে ব্যবহার করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
advertisement
10/10
প্রসঙ্গত, বর্তমানে ডিজিটাল লেনদেন এবং ATM ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ায় পিন (ATM PIN) সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি শক্তিশালী ও ইউনিক পিন ব্যবহার করে আপনি নিজের অর্থ এবং ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে পারেন। তাই দেরি না করে এখনই নিজের পিন পুনর্বিবেচনা করুন এবং যদি তা সহজ বা তালিকাভুক্ত দুর্বল পিনের মধ্যে পড়ে, তাহলে দ্রুত পাল্টে ফেলুন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বিশ্বের সবচেয়ে 'দুর্বল' ATM পিন 'এটাই'...! আপনারটা নয় তো? সতর্ক হন, নইলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল