TRENDING:

SBI : এই কাজ না করলেই এক্কেবারে বন্ধ হয়ে যাবে লেনদেনের এই সহজ পদ্ধতি

Last Updated:
advertisement
1/7
SBI : এই কাজ না করলেই এক্কেবারে বন্ধ হয়ে যাবে লেনদেনের এই সহজ পদ্ধতি
আপনি কি এখনও এসবিআই-এর পুরনো ডেবিট কার্ডই ব্যবহার করছেন? তা হলে দেরি না করে এখনই যান আপনার বাড়ির সামনের কোনও স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে ৷ কারণ, ৩১ ডিসেম্বরই শেষ দিন ৷ ১লা জানুয়ারি থেকে পুরনো ডেবিট কার্ডে লেনদেন বন্ধ করে দিচ্ছে এসবিআই ৷
advertisement
2/7
আপনার কাছে যদি পুরোনো ডেবিট কার্ডই থাকে ৷ তাহলে সেই ডেবিট কার্ড দিয়ে আপনি আর টাকা তুলতে পারবেন না ৷ পুরোনো ম্যাগনেটিক ডেবিট কার্ড বদলে ইএমভি চিপ ডেবিট কার্ড নিতে হবে সকল এসবিআই গ্রাহককে ৷ নয়তো আপনি পড়তে পারেন বিপদে ৷
advertisement
3/7
নতুন এটিএম কার্ড পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে ৷ এছাড়াও ব্যাঙ্কের যেকোনও ব্রাঞ্চে গিয়ে আপনি নয়া কার্ডের জন্য আবেদন জানাতে পারেন ৷
advertisement
4/7
প্রসঙ্গত, ২০১৭-র ফেব্রুয়ারিতে পুরোনো এটিএম কার্ড দেওয়া বাতিল করে দিয়েছে ব্যাঙ্ক ৷ আগামী ৩১ ডিসেম্বর পুরোপুরিভাবে অকেজো হয়ে যাবে এসবিআই ডেবিট কার্ড ৷
advertisement
5/7
https://bank.sbi/portal/web/personal-banking/magstripe-debit-ওয়েবসাইটেই মিলছে বিশদ তথ্য ৷ কীভাবে বদলাবেন কার্ড ৷ সেই সম্পর্কে যেকোনও প্রশ্নের উত্তর মিলবে এই সাইটে ৷
advertisement
6/7
এটিএম জালিয়াতি হচ্ছে আকছার৷ ব্যাঙ্ক জালিয়াতির শিকার যে সব গ্রাহকরা, তাঁদের মধ্যে একটি বড় অংশ ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার৷ ফলে শঙ্কার বিষয়টা থেকেই যায়৷
advertisement
7/7
গ্রাহক সুরক্ষার জন্য স্টেট ব্যাঙ্ক প্রতি নিয়ত চেষ্টা করছে তাদের ব্যাঙ্কিং প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করার৷ সেই প্রচেষ্টারই আরও একটি অঙ্গ হল এটিএম কার্ড বদল৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI : এই কাজ না করলেই এক্কেবারে বন্ধ হয়ে যাবে লেনদেনের এই সহজ পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল