অ্যাকাউন্ট ব্যালেন্স 'শূন্য'...? তবু ATM থেকে টাকা তুলতে পারবেন, শিখে নিন সহজ 'কৌশল'!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ATM: যদি আপনার অ্যাকাউন্ট খালি থাকে? অর্থাৎ যদি আপনার ব্যালেন্স শূন্য থাকে এবং আপনার টাকার প্রয়োজন হয়, তাহলে? জানেন কি সেক্ষেত্রেও আপনার মোটেই বেশি চিন্তা করার দরকার নেই। কারণ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও আপনি চাইলেই টাকা তুলতে পারবেন এটিএম কার্ডের ব্যবহার করে।
advertisement
1/11

আজকাল খুব কম লোকই আছেন যাঁরা এটিএম কার্ড ব্যবহার করেন না। বস্তুত প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং রুপে কার্ডের মাধ্যমে, এটিএম সকলের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
advertisement
2/11
এটিএম কার্ড-এর ব্যবহারের ফলে কেবল নগদের উপর নির্ভরতাই কমেনি বরং লেনদেনও সহজ হয়েছে। আপনি যদি দোকানে গিয়ে কিছু কিনতে চান, তাহলে এটিএমের মাধ্যমে সহজেই তা কিনতে পারেন। এর জন্য নগদ টাকা পকেটে রাখার প্রয়োজন পরে না।
advertisement
3/11
কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট খালি থাকে? অর্থাৎ যদি আপনার ব্যালেন্স শূন্য থাকে এবং আপনার টাকার প্রয়োজন হয়, তাহলে? জানেন কি সেক্ষেত্রেও আপনার মোটেই বেশি চিন্তা করার দরকার নেই।কারণ অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও আপনি চাইলেই টাকা তুলতে পারবেন এটিএম কার্ডের ব্যবহার করে। এক্ষেত্রে নিয়মটা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র, কিছু শর্ত মেনে চলতে হবে। চলুন আজ এই প্রতিবেদনে শিখে নেওয়া যাক।
advertisement
4/11
যদি অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়, তাহলে আসলে টাকা তোলা একটু ব্যয়বহুল হবে, তবে আপনি অবশ্যই টাকা পাবেন। আপনি এটিএমের মাধ্যমে ব্যক্তিগত ঋণ পেতে পারেন। এইচডিএফসি ব্যাঙ্ক তাঁদের এটিএম থেকে ঋণ সুবিধাও দেয়।
advertisement
5/11
এই সুবিধাটি কেবলমাত্র সেইসব গ্রাহকদের জন্য থাকে যাঁরা ব্যাঙ্ক ঋণের জন্য পূর্ব-অনুমোদিত তালিকায় আছেন। এছাড়াও, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
advertisement
6/11
প্রথমত, গ্রাহকদের জানতে হবে যে আপনার নামে HDFC ব্যাঙ্ক থেকে পূর্ব-অনুমোদিত ঋণের অফার আছে কিনা। এর জন্য, আপনি ব্যাঙ্কের মোবাইল অ্যাপ, নেটব্যাঙ্কিং বা এসএমএসের মাধ্যমে চেক করতে পারেন। আপনি চাইলে কাস্টমার কেয়ারে ফোন করেও তথ্য পেতে পারেন।
advertisement
7/11
যদি আপনার অ্যাকাউন্টে একটি পূর্ব-অনুমোদিত ঋণ অফার থাকে, তাহলে আপনাকে প্রথমে HDFC ব্যাঙ্কের এটিএম-এ যেতে হবে। সেখানে আপনাকে মেশিনে লোন অপশনে ক্লিক করতে হবে।
advertisement
8/11
এরপর ঋণের বিকল্প নির্বাচন করার পর, নির্দিষ্ট ঋণের পরিমাণ, সুদের হার, EMI এবং ঋণের মেয়াদ স্ক্রিনে প্রদর্শিত হবে। সবকিছু মনোযোগ সহকারে পড়ুন এবং "এগিয়ে যান" এ ক্লিক করুন।
advertisement
9/11
অনুরোধকৃত তথ্য লিখুন: এরপর পরবর্তী স্টেপে আপনার কাছে কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। যা আপনাকে ফিল আপ করতে হবে। এতে আপনাকে নাম, ইমেল আইডি, ঠিকানা এবং অ্যাকাউন্ট নম্বরের মতো তথ্যগুলি লিখতে হবে। তারপর প্রদত্ত সমস্ত তথ্য যাচাই করতে হবে। এরপর আপনাকে পরবর্তী পাতায় আপনার এটিএম পিনটি দিতে হবে।
advertisement
10/11
এটি করলে, আপনার চাওয়া ঋণের পরিমাণ অ্যাকাউন্টে জমা হবে, যার জন্য আপনি স্ক্রিনে একটি মেসেজও পাবেন। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকেই টাকা তুলতে পারবেন।
advertisement
11/11
তবে মনে রাখবেন, অন্যান্য সমস্ত টাকা তোলার পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পরেই এই বিকল্পটি বেছে নিন। কারণ ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথম দিন থেকেই বেশ উচ্চ সুদ নেওয়া শুরু হয়। এতে সুদের হার বার্ষিক ৩৬ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অ্যাকাউন্ট ব্যালেন্স 'শূন্য'...? তবু ATM থেকে টাকা তুলতে পারবেন, শিখে নিন সহজ 'কৌশল'!