Atal Pension Yojana: বিবাহিতদের জন্য বাম্পার সুযোগ সরকারি স্কিমে! প্রতি মাসে মিলবে ১০ হাজার টাকা! জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Atal Pension Yojona: কেন্দ্রীয় সরকারের একটি দুরন্ত স্কিম, APY বা অটল পেনশন যোজনা শুরু করা হয়েছিল ২০১৫ সালে।
advertisement
1/9

চাকরিজীবন থেকে অবসরের পর পেনশন সকলের কাছেই বড় সম্বল। কিন্তু এর জন্য কোথায় টাকা বিনিয়োগ করা সঠিক হবে সেটা নিয়ে অনেকেরই মনে থাকে বড় প্রশ্ন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি দুরন্ত স্কিম রয়েছে। প্রবীণ ব্যক্তিদের জন্য এই স্কিমটি, APY বা অটল পেনশন যোজনা শুরু করা হয়েছিল ২০১৫ সালে। প্রথমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে এই যোজনা শুরু করা হলেও এখন তা সকলের জন্যই উপলব্ধ। এক্ষেত্রে আপনি মাসিক ১০০০০ টাকা অবধি পেনশন লাভ করতে পারেন।
advertisement
2/9
আপনিও যদি কোনও সরকারি স্কিমে টাকা লগ্নি করার পরিকল্পনা করেন, তাহলে ভাবতে পারেন মোদি সরকারের(Modi Government)এই স্কিম। এই স্কীমে প্রবীণ স্বামী-স্ত্রী উভয়ের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই স্কিমে বিনিয়োগ করলে সরকার স্বামী-স্ত্রীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেবে।
advertisement
3/9
অটল পেনশন যোজনা হল মোদি সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। যাতে প্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। যদি স্বামী- স্ত্রী উভয়েই এই স্কিমের জন্য আবেদন করেন, তবে তারা মাসে ১০,০০০ টাকার সুবিধা পেতে পারেন যৌথভাবে।
advertisement
4/9
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বলছে, স্বামী-স্ত্রী উভয়েই এই স্কিমের অধীনে ৫০০০ টাকা পেনশনের জন্য আবেদন করতে পারেন। ব্যাংক বা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থাকলে সরাসরি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন আপনি। না হলে আপনাকে নতুন করে খাতা খুলতে হবে।
advertisement
5/9
১৮ বছর বয়স থেকে কেউ যদি অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হন, তাহলে ৪০ বছর বয়স অবধি মাসে ২১০ টাকা করে জমা দিলেই ৬০ বছর বয়সের পর মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। অটল পেনশন যোজনা কেবলমাত্র একটি খাতা খুলতে পারবেন আপনি। তবে এ ক্ষেত্রে স্বামী স্ত্রী আলাদা আলাদা খাতা খুলতে পারেন।
advertisement
6/9
আবেদনকারীর বয়স ১৮ বছর হলে, তাকে প্রতি মাসে ২১০ টাকা প্রিমিয়াম দিতে হবে। অন্যদিকে, একই টাকা যদি প্রতি তিন মাসে দেওয়া হয়, তাহলে লগ্নিকারীকে ৬২৬ টাকা দিতে হবে।ছয় মাসের ক্ষেত্রে এই প্রিমিয়ামের পরিমাণ দাঁড়াবে ১,২৩৯ টাকা। এছাড়াও প্রতি মাসে ১০০০ টাকা পেনশন পেতে ১৮ বছর বয়সে মাত্র ৪২ টাকা করে দিতে হবে আবেদনকারীকে।
advertisement
7/9
যদি কোনও কারণে ৬০ বছর বয়সের আগে বিনিয়োগকীরার মৃত্যু হয়, তবে এই অটল পেনশন যোজনার অর্থ বিনিয়োগকারীর স্ত্রীকে দেওয়া হবে। কোনও কারণে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হলে এই পেনশনের টাকা নমিনি পাবেন।
advertisement
8/9
এই স্কিমে আপনি একজন সদস্যের নামে মাত্র ১টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি ব্যাঙ্কের মাধ্যমে এই স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে টাকা রাখলে সরকারের তরফ থেকেও প্রথম ৫ বছর 'কন্ট্রিবিউশন' থাকবে।
advertisement
9/9
আপনি এই স্কিমে মাসিক, ত্রৈমাসিক ও অর্ধবার্ষিক বিনিয়োগ করতে পারেন। এতে আপনাকে ৪২ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হবে। ৪২ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ১.০৪ লক্ষ টাকা। এই বিনিয়োগের ভিত্তিতে ৬০ বছর পর আপনি ৫০০০ টাকা মাসিক পেনশন পাবেন। এই স্কিমে টাকা রাখলে আয়করের ধারা 80CCD এর অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Atal Pension Yojana: বিবাহিতদের জন্য বাম্পার সুযোগ সরকারি স্কিমে! প্রতি মাসে মিলবে ১০ হাজার টাকা! জানুন...