Atal Pension Yojana: কেন্দ্রীয় সরকারি যোজনায় মাসে ৫,০০০ টাকা নিশ্চিত পেনশন! মোদি সরকারের ধামাকা প্রকল্পে নিশ্চিত ভবিষ্যত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
advertisement
1/14

যদি বয়স ৬০ হয় সেক্ষেত্রে মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা নিশ্চিত ভাবে হাতে আসবে যাতে কারোর উপরে নির্ভর করতে না হয় ৷ কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা যথেষ্ট কেননা এই যোজনায় ৬০ বছকর বয়সের পরে প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
বয়স কালে প্রতি মাসে ৫,০০০ টাকা করে পেনশন পেলে বৃদ্ধ বয়সে অর্থনৈতিক সমর্থন পাওয়া যায় ভাল করেই ৷ সেই কারণেই সময় থাকতে থাকতেই এই প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
অটল পেনশন যোজনার অন্তর্গত এই প্রকল্পে লাভ নিতে পারেন যে কোনও ভারতীয় ৷ বিশেষত যে সমস্ত মানুষেরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
আর্থিক রূপে নির্ভরশীল করার জন্য ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত ৷ ৬০ বছর সম্পন্ন করলেই প্রতি বছরে নির্দিষ্ট হারে পেনশন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
পেনশন নিয়ামক সংস্থার অন্তর্গত এই যোজনায় গ্যারেন্টিড পেনশন সারা ভারতে এই পেনশন প্রযোজ্য এক্কেবারে সুরক্ষিত নিশ্চিত প্রকল্প ৷ টাকা পয়সা অত্যন্ত পরিমাণে সুরক্ষিত থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
কম বিনিয়োগের সুযোগ, বড় সুযোগ, বয়স অনুযায়ী পেনশনের বাছ বিচার করা যেতে পারে ৷ পেনশনের টাকা বেছে নিতে ১,০০০, ২,০০০, ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা ও ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাবেন মাসে মাসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
অটল পেনশন যোজনার অন্তর্গত (Atal Pension Yojana) বিনিয়োগ আয়কর আইনের অন্তর্গত 80CCD (1B) অন্তর্গত ₹৫০,০০০ অতিরিক্ত আয়করে ছাড় পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
৬০ বছর পরে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুল হলে সমস্ত সুযোগ সুবিধা পাবেন নমিনি ৷ পেনশন অ্যাকাউন্টে জমা টাকা স্বামী অথবা স্ত্রী পাবেন, যদি এই দুজনের মৃত্যু হয় সেক্ষেত্রে নমিনি পাবেন পুরো টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যেতে পারে অনলাইন ও অফলাইন করা যেতে পারে এই কারণে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট না থাকলে খুলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
তারপরে অটল পেনশন যোজনার (APY Registration Form) নাম নথিভুক্তকরণ আবেদনপত্র পূরণ করতে হবে ৷ আবেদনপত্রে নাম, ঠিকানা, ফোন নম্বর, আধার নম্বর, নমিনির বিবরণ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
আবেদনপত্রটি আধারের সঙ্গে সঙ্গে অন্য উপযুক্ত দস্তাবেজের সঙ্গে জমা দিতে হবে, এই ভাবে জমা দিলে হয়ে যাবে অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট ৷ প্রতি মাসে নির্ধারিত দিনে নির্ধারিত টাকা কাটবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
অনলাইন আবেদনের টাকা জমা দেওয়ার পদ্ধতি ৷ APY-এর জন্য Online Apply করতে পারেন, ব্যাঙ্ক বা নেট ব্যাঙ্কিং-এ লগইন করতে হবে ৷ লগইনের পরে Social Security Schemes' বা 'APY' খুঁজতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
'Apply for APY'-এ ক্লিক করতে হবে, ধরে নেওয়া যাক পেনশনের অপশন বেছে নমিনির নাম দিতে হবে ৷ অটো ডেবিট সহমতি দিতে হবে ৷ এরপরে নাম নথিভুক্তকরণ সম্পন্ন হবে PRAN (পার্মান্যান্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর) ৷ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Atal Pension Yojana: কেন্দ্রীয় সরকারি যোজনায় মাসে ৫,০০০ টাকা নিশ্চিত পেনশন! মোদি সরকারের ধামাকা প্রকল্পে নিশ্চিত ভবিষ্যত