Atal Pension Yojana: সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রথম পছন্দ APY, NPS-এর মোট সদস্যের ৬৬ শতাংশই অটল পেনশন যোজনার অঙ্গ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Atal Pension Yojana: এমন এক পেনশন যোজনা যা বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ
advertisement
1/7

ন্যাশন্যাল পেনশন সিস্টেম বা এনপিএসের অন্তর্গত অটসল পেনশন যোজনা বা এপিওয়াই অত্যন্ত জনপ্রিয় এক সামাজিক সুরক্ষা মূলক প্রকল্প রূপে প্রতিষ্ঠিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
এই মুহূর্তে মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২.৮ কোটি ৷ যার মধ্যে একটি বড় সংখ্যক নন মেট্রোর বাসিন্দা ৷ এনপিএসের ৪.২ কোটি সাবস্ক্রাইবারের মধ্যে ২০২০-২১ সালে শেষে ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট প্রকল্প ধারকের সংখ্যা দাঁড়িয়েছে ২.৮ কোটি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
এনপিএসের বার্ষিক সমীক্ষায় প্রকাশিত হয়েছে ৷ রাজ্য সরকারের ১১ শতাংশ অংশিদারিত্বে দ্বিতীয় স্থানে আছে (Central Autonomous Bodies) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
নন মেট্রো বাসিন্দাদের ক্ষেত্রে অটল পেনশন যোজনা সব থেকে বেশি জনপ্রিয় যোজনা ৷ এনপিএসের অন্তর্গত অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM)-এর অন্তর্গত বার্ষিক ৩৮ শতাংশ থেকে বেড়ে শেষ পর্যন্ত ৫.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে ৷ অর্থবর্ষ ২০২০-২১-এর শেষ পর্যন্ত মোট সাবস্ক্রাইবার সংখ্যা ৪.২ কোটি তে পৌঁছে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে অটল পেনশন যোজনার জনপ্রিয়তা সব থকে আগে ৷ ২০২১ এর শেষ হওয়া অর্থবর্ষে ৩৩ শতাংশ বেড়েছে ৷
advertisement
6/7
২০১৫ সালে শুরু হয়েছে অটল পেনশন যোজনা, ১৮ থেকে ৪০ বছরের য়ে কেউএই পেসন যোজনাটি করতে পারেন ৷ ৬০ বছর পর্যন্ত চালাতে পারেন ৷ মাসিক ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাবেন ৷ যিনি যেমন হারে সঞ্চয় করবেন তেমনই তিনি পেনশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
পেনশন ধারকের মৃত্যুর পরে তাঁর সঙ্গীকেই জমা টাকা দিয়ে দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Atal Pension Yojana: সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রথম পছন্দ APY, NPS-এর মোট সদস্যের ৬৬ শতাংশই অটল পেনশন যোজনার অঙ্গ