2000 Rupee Note | 1000 Rupee Note: আবারও কি ফিরছে ১০০০ টাকার নোট? সাংবাদিক বৈঠকে জরুরি কথা জানালেন RBI গভর্নর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আশ্বাস দেন, ‘‘তাড়াহুড়োর কোনও দরকার নেই৷ আপনার কাছে ৪ মাস সময় আছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নিলেই যথেষ্ট৷’’
advertisement
1/9

নয়াদিল্লি: ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক ব্যাঙ্কে তা বদলে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে৷ তাহলে কি এবার বাজারে নতুন করে আসতে চলেছে ১০০০ টাকার নোট?
advertisement
2/9
২০১৬ সালে নোট বন্দির সময় যখন ৫০০ টাকার পুরনো নোট এবং ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়, তখন নোট ঘাটতি কমাতে ভারতীয় অর্থনীতিতে নিয়ে আসা হয় ২০০০ টাকার নোট৷
advertisement
3/9
রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, সেই সময় ভারতীয় বাজার থেকে ১০ লক্ষ কোটি টাকা রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল৷
advertisement
4/9
সেই কারণেই নোট ঘাটতি মেটাতে ২০০০টাকার নোটের মুদ্রণ শুরু হয়৷
advertisement
5/9
কিন্তু, তার ২-৩ বছর পর থেকেই ২০০০টাকার নোট ছাপানোবন্ধ করে দেয় আরবিআই৷ আরবিআইয়ের তথ্য অনুযায়ী, বাজারে অন্য নোটের জোগান যত বাড়তে থাকে, ততই কমিয়ে দেওয়া হতে থাকে ২০০০টাকার নোটের ছাপা৷ ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ হয়ে যায়৷
advertisement
6/9
এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আশ্বাস দেন, ‘‘তাড়াহুড়োর কোনও দরকার নেই৷ আপনার কাছে ৪ মাস সময় আছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নিলেই যথেষ্ট৷’’
advertisement
7/9
জানানো হয়েছে, ভারতীয় অর্থনীতিতে ২০০০ টাকার নোটবন্দির তেমন প্রভাব পড়বে না৷ কারণ, ভারতে প্রচলিত মোট নোটের মাত্র ১০.৮ শতাংশই ২০০০টাকার নোট৷
advertisement
8/9
তবে প্রশ্ন, তবে কি ২০০০ টাকার নোট তুলে নেওয়ার পরিবর্তে নতুন করে বাজারে আসবে ১০০০ টাকার নোট?
advertisement
9/9
আরবিআই গভর্নর জানিয়েছেন, এ সবই গুজব৷ এমন কোনও আলোচনাই এখনও পর্যন্ত হয়নি৷ সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
2000 Rupee Note | 1000 Rupee Note: আবারও কি ফিরছে ১০০০ টাকার নোট? সাংবাদিক বৈঠকে জরুরি কথা জানালেন RBI গভর্নর