TRENDING:

₹১০১ খরচেই অনলাইনে PAN কার্ড! কী ভাবে? এক ক্ল‌িকে সব তথ্য...

Last Updated:
এই দুই সাইটের মধ্যেই যে কোনও একটিতে প্যান কার্ডের আবেদন করা যাবে৷ এই দুটিই অফিসিয়াল ওয়েবসাইট৷ অন্য কোনও সাইটের ফাঁদে পা না-দেওয়াটাই বুদ্ধিমানের৷ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করার অপশন থাকবে৷
advertisement
1/7
₹১০১ খরচেই অনলাইনে PAN কার্ড! কী ভাবে? এক ক্ল‌িকে সব তথ্য...
PAN কার্ড ছাড়া এখন কার্যত অস্তিত্ব বিপন্ন! যে কোনও সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কের লেনদেন, প্যান ছাড়া কিছুই সম্ভব নয়৷ এখনও অনেকেরই প্যান কার্ড নেই৷ নানা কাজের চাপে এই জরুরি কাজটাই হয়ে উঠছে না? তা হলে চিন্তা করবেন না৷ বাড়ি বসে অনলাইনেই এ বার করে ফেলুন প্যান কার্ডের আবেদন৷
advertisement
2/7
advertisement
3/7
মাত্র ১০১টাকা খরচ হবে এই আবেদন করতে৷ প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে৷ আয়কর দফতরের ওয়েবসাইটে ঢুকলেই অনলাইনে কী ভাবে আবেদন করবেন, তা পাওয়া যাবে৷ আয়কর দফতর জানাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড (NSD) ও UTITSL-এর সাইট থেকেই আবেদন করা যাবে৷ ক্লিক করুন https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html অথবা https://www.utiitsl.com/UTIITSL_SITE/pan/index.html লিঙ্কে৷
advertisement
4/7
এই দুই সাইটের মধ্যেই যে কোনও একটিতে প্যান কার্ডের আবেদন করা যাবে৷ এই দুটিই অফিসিয়াল ওয়েবসাইট৷ অন্য কোনও সাইটের ফাঁদে পা না-দেওয়াটাই বুদ্ধিমানের৷ সেখানে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করার অপশন থাকবে৷
advertisement
5/7
প্যান কার্ডের প্রয়োজনীয় নথি কী ভাবে পাঠাবো? সে ক্ষেত্রে প্রয়োজনীয় নথি NSDL বা UTITSL-কে ডাকযোগে পাঠাতে হবে৷ আবেদনকারীকে ঠিকানা ও পরিচয়পত্রের প্রমাণ পাঠাতে হবে৷ NSDL-এ আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট-সহ অন্যান্য প্রামাণ্য নথি পাঠানো যাবে৷
advertisement
6/7
NSDL বা UTITSL-- যেখানেই আবেদন করুন, প্যান কার্ডের স্টেটাস অনলাইনে চেক করা যাবে বা ট্র্যাক করতে পারবেন আবেদনকারী৷
advertisement
7/7
আয়কর দফতরের নির্দেশ ও আইন অনুযায়ী, একজন ব্যক্তির একটি প্যান কার্ড থাকবে৷ যদি একটি প্যান থাকা সত্ত্বেও আরেকটি প্যান-এর আবেদন করেন, সে ক্ষেত্রে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
₹১০১ খরচেই অনলাইনে PAN কার্ড! কী ভাবে? এক ক্ল‌িকে সব তথ্য...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল