₹১০১ খরচেই অনলাইনে PAN কার্ড! কী ভাবে? এক ক্লিকে সব তথ্য...
Last Updated:
এই দুই সাইটের মধ্যেই যে কোনও একটিতে প্যান কার্ডের আবেদন করা যাবে৷ এই দুটিই অফিসিয়াল ওয়েবসাইট৷ অন্য কোনও সাইটের ফাঁদে পা না-দেওয়াটাই বুদ্ধিমানের৷ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করার অপশন থাকবে৷
advertisement
1/7

PAN কার্ড ছাড়া এখন কার্যত অস্তিত্ব বিপন্ন! যে কোনও সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কের লেনদেন, প্যান ছাড়া কিছুই সম্ভব নয়৷ এখনও অনেকেরই প্যান কার্ড নেই৷ নানা কাজের চাপে এই জরুরি কাজটাই হয়ে উঠছে না? তা হলে চিন্তা করবেন না৷ বাড়ি বসে অনলাইনেই এ বার করে ফেলুন প্যান কার্ডের আবেদন৷
advertisement
2/7
advertisement
3/7
মাত্র ১০১টাকা খরচ হবে এই আবেদন করতে৷ প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে৷ আয়কর দফতরের ওয়েবসাইটে ঢুকলেই অনলাইনে কী ভাবে আবেদন করবেন, তা পাওয়া যাবে৷ আয়কর দফতর জানাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড (NSD) ও UTITSL-এর সাইট থেকেই আবেদন করা যাবে৷ ক্লিক করুন https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html অথবা https://www.utiitsl.com/UTIITSL_SITE/pan/index.html লিঙ্কে৷
advertisement
4/7
এই দুই সাইটের মধ্যেই যে কোনও একটিতে প্যান কার্ডের আবেদন করা যাবে৷ এই দুটিই অফিসিয়াল ওয়েবসাইট৷ অন্য কোনও সাইটের ফাঁদে পা না-দেওয়াটাই বুদ্ধিমানের৷ সেখানে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করার অপশন থাকবে৷
advertisement
5/7
প্যান কার্ডের প্রয়োজনীয় নথি কী ভাবে পাঠাবো? সে ক্ষেত্রে প্রয়োজনীয় নথি NSDL বা UTITSL-কে ডাকযোগে পাঠাতে হবে৷ আবেদনকারীকে ঠিকানা ও পরিচয়পত্রের প্রমাণ পাঠাতে হবে৷ NSDL-এ আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট-সহ অন্যান্য প্রামাণ্য নথি পাঠানো যাবে৷
advertisement
6/7
NSDL বা UTITSL-- যেখানেই আবেদন করুন, প্যান কার্ডের স্টেটাস অনলাইনে চেক করা যাবে বা ট্র্যাক করতে পারবেন আবেদনকারী৷
advertisement
7/7
আয়কর দফতরের নির্দেশ ও আইন অনুযায়ী, একজন ব্যক্তির একটি প্যান কার্ড থাকবে৷ যদি একটি প্যান থাকা সত্ত্বেও আরেকটি প্যান-এর আবেদন করেন, সে ক্ষেত্রে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷