Ampere Electric Magnus EX| লাগবে না পেট্রল, এক চার্জে বাইক ছুটবে ১০০ কিমি! জলের দরে ঘরে আনুন এই ই-স্কুটি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Ampere Electric Magnus EX| ম্যাগনাস এক্স স্কুটারটি একবার চার্জ দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা।
advertisement
1/5

এক চার্জে ছুটবে ১২১ কিলোমিটার। লাগবে না পেট্রল, ব্যাটারিতে চলবে গাড়ি। দাম মাত্র ৬৮ হাজার ৯৯৯ টাকা। ওলা-স্কুটার নিয়ে যখন হইচই, ঠিক তখনই এমন ফিচার-সহ বাজারে আত্মপ্রকাশ করল ম্যাগনাস এক্স-ই স্কুটি।
advertisement
2/5
অ্যাম্পেয়ার ইলেক্ট্রিক সংস্থার ম্যাগনাস এক্স স্কুটারটির মোটর বারোশো ওয়াটের। ৫ এমপি সকেট হওয়ায় বাড়িতে রাস্তায় চা-কফির দোকানে যে কোনও জায়গায় স্কুটারটি চার্জ করানো যায়।
advertisement
3/5
স্কুটারটির হেডলাইটে এলইডি রয়েছে। সামনে প্রায় সাড়ে 400 মিলি মিটার লেগস্পেস রয়েছে।
advertisement
4/5
সংস্থার এক কর্ণধার রয় কুরিয়ানের দাবি,"পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে সস্তার স্কুটারের ঝুঁকছে গ্রাহক। আমরা চাইছি বাইক প্রেমীদের একটি সস্তার অথচ কেতাদুরস্ত রাইড উপহার দিতে।"
advertisement
5/5
ম্যাগনাস এক্স স্কুটারটি একবার চার্জ দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ampere Electric Magnus EX| লাগবে না পেট্রল, এক চার্জে বাইক ছুটবে ১০০ কিমি! জলের দরে ঘরে আনুন এই ই-স্কুটি