TRENDING:

মাত্র ৫ টাকায় কিনুন সোনা! অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে Amazon Pay, শুরু হল গোল্ড ভল্ট পরিষেবা

Last Updated:
সেফগোল্ডের সঙ্গে ব্যবসায়িক জুটি বেঁধে গ্রাহকদের জন্য ডিজিট্যাল গোল্ড-এর পরিষেবা লঞ্চ করল অ্যামাজন পে ৷
advertisement
1/5
মাত্র ৫ টাকায় কিনুন সোনা! অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে Amazon Pay
ইকর্মাস অ্যামাজন ইন্ডিয়ার ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি অ্যামাজেপ পে গ্রাহকদের জন্য লঞ্চ করল ডিজিট্যাল গোল্ড বিনিয়োগ পরিষেবা- ‘গোল্ড ভল্ট’ ৷ সেফগোল্ডের সঙ্গে ব্যবসায়িক জুটি বেঁধে গ্রাহকদের জন্য ডিজিট্যাল গোল্ড-এর পরিষেবা লঞ্চ করল অ্যামাজন পে ৷ অ্যামাজন পে-এর এই পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা ন্যূনতম মাত্র ৫ টাকার ডিজিট্যাল সোনা কিনতে পারবেন ৷
advertisement
2/5
এই পরিষেবার মাধ্যমে গ্রাহকেরা অতি সহজেই ভার্চুয়ালি সোনায় বিনিয়োগ করতে পারবে ৷ এই ডিজিট্যাল প্ল্যাটফর্মে অ্যামাজন গ্রাহকেরা যেকোনও অ্যামাউন্টের মূল্যের সোনা কিনতে ও বিক্রি করতে পারবেন ৷ এর জন্য আলাদা করে সুরক্ষার জন্য ডিজিট্যাল লকার ভাড়া নেবার প্রয়োজনীয়তা নেই ৷Representational Image
advertisement
3/5
এই পরিষেবা লঞ্চ করার সঙ্গে সঙ্গেই পেটিএম, ফোন পে, গুগল পে, মোবিকুইক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ফ্রিচার্জের মতো কোম্পানিকে কড়া টক্করে ফেলে দিল অ্যামাজন পে ৷ যদিও ডিজিট্যাল সোনা ভল্টের পরিষেবা এই কোম্পানিগুলি আগেই শুরু করেছে ৷ পেটিঁএম ও ফোন পে-তে ডিজিট্যাল সোনার পরিষেবা ২০১৭ থেকেই পাওয়া যায় ৷
advertisement
4/5
সম্প্রতি লাইভ মিন্টের খবর অনুযায়ী করোনা ভাইরাসের আবহে লকডাউনে পেমেন্ট ফার্মসগুলো লেনদেন বাড়াতে তাদের ডিজিট্যাল গোল্ড অফারিংয়ের জোর দিয়েছে ৷ এমনকী চিনা সংস্থা শাওমি এমআই পে প্ল্যাটফর্মে ডিজিট্যাল সোনার পরিষেবা শুরু করে দিয়েছে ৷
advertisement
5/5
উল্লেখ্য, একটি সর্বভারতীয় সংবাদপত্র অনুযায়ী, শেষ অক্ষয় তৃতীয়ায় পেটিএম দাবি করেছিল তারা প্রায় ৩৭ কেজি ডিজিট্যাল সোনা বিক্রি করেছে ৷ ফোনপে-এর দাবি, ২০২০ সালের প্রথম চার মাসে তারা ১০০ কেজি ডিজিট্যাল সোনা বিক্রি করেছিল ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫ টাকায় কিনুন সোনা! অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে Amazon Pay, শুরু হল গোল্ড ভল্ট পরিষেবা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল