TRENDING:

আসছে আপনার পাড়াতেও...? ৮০ হাজার বুথ! আপনার পাড়ায় 'সমাধান ক্যাম্প' কবে, কোথায়? জেনে নিন এই ভাবে!

Last Updated:
Amader Para Amader Samadhan Scheme: বুধবার পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান বলছে ইতিমধ্যে সারা রাজ্যে ২৫৫৫ ক্যাম্প হয়েছে। ১২ হাজার মানুষ এই সব ক্যাম্পগুলিতে এসেছেন। মানুষের মধ্যে এই নতুন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়াতে ও খবর পৌঁছে দিতে এলাকায় এলাকায় ক্যাম্প নিয়ে মাইকিং করার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/12
আসছে আপনার পাড়াতেও...? ৮০ হাজার বুথ! আপনার পাড়ায় 'সমাধান ক্যাম্প' কবে, কোথায়? জেনে নিন!
রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। রাজ্য জুড়ে ৮০ হাজার বুথে এই প্রকল্পের কাজ হবে বলে সরকারি সূত্রের জানা গিয়েছে।
advertisement
2/12
বুধবার পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান বলছে ইতিমধ্যে সারা রাজ্যে ২৫৫৫ ক্যাম্প হয়েছে। ১২ হাজার মানুষ এই সব ক্যাম্পগুলিতে এসেছেন। মানুষের মধ্যে এই নতুন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়াতে ও খবর পৌঁছে দিতে এলাকায় এলাকায় ক্যাম্প নিয়ে মাইকিং করার নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/12
প্রসঙ্গত, রাজ্যের প্রতিটি এলাকার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই নতুন প্রকল্প, যার নাম “আমাদের পাড়া আমাদের সমাধান”। এই প্রকল্পের মাধ্যমে তাদের নিজেদের পাড়ায় ক্যাম্প আয়োজন করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।
advertisement
4/12
কিন্তু এখনও অনেকেই জানেন না যে এই ক্যাম্প কবে এবং কোথায় আয়োজন করা হচ্ছে। আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী ভাবে আপনি সহজেই আপনার এলাকার ক্যাম্পের সময় ও স্থান সম্পর্কে জানতে পারবেন।
advertisement
5/12
আমাদের পাড়া আমাদের সমাধান কী?“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যার মূল উদ্দেশ্য হলো পাড়াভিত্তিক সমস্যার দ্রুত সমাধান করা। এই প্রকল্পের অধীনে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন – রাস্তাঘাট মেরামত, পানীয় জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, এবং অন্যান্য নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন পাড়ায় ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
advertisement
6/12
কী ভাবে ক্যাম্পের তথ্য খুঁজে বের করবেন?ক্যাম্পের তথ্য জানার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। নীচের ধাপগুলি অনুসরণ করে আপনি সহজেই ক্যাম্পের সময় ও স্থান জানতে পারবেন:
advertisement
7/12
প্রথমে আপনাকে https://ds.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।“Find My Camp” বিকল্পটি নির্বাচন করুন: ওয়েবসাইটের হোমপেজে আপনি “Find My Camp” বা “আপনার ক্যাম্প খুঁজুন” বিকল্পটি দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
advertisement
8/12
সরাসরি লিংক: https://ds.wb.gov.in/APAS_Public/Page/KnowYourCampLocation.aspxআপনার জেলা নির্বাচন করুন: এরপর আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার জেলা হাওড়া হয়, তবে সেটি নির্বাচন করুন।বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন: জেলার পর আপনাকে আপনার বিধানসভা কেন্দ্র নির্বাচন করতে হবে।
advertisement
9/12
ব্লক এবং ওয়ার্ড/গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন: আরও নির্দিষ্ট তথ্যের জন্য আপনাকে আপনার ব্লক এবং ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত (GP) নির্বাচন করতে হবে।
advertisement
10/12
ক্যাম্পের দিনক্ষণ ও স্থান জানতে কী করবেন? উপরের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর, ওয়েবসাইটটি আপনাকে আপনার এলাকার ক্যাম্পের তারিখ এবং স্থান দেখিয়ে দেবে।
advertisement
11/12
যদি ক্যাম্পের তথ্য না পাওয়া যায়?অনেক সময় এমন হতে পারে যে আপনার এলাকার ক্যাম্পের তারিখ বা স্থান এখনও নির্ধারণ করা হয়নি। সেক্ষেত্রে, ওয়েবসাইটে “No Camp is Set Up Yet for the Selected Location” এই ধরনের বার্তা দেখা যেতে পারে।
advertisement
12/12
অর্থাৎ আপনার এলাকার ক্যাম্পের তথ্য এখনও আপডেট করা হয়নি। তবে চিন্তা করার কিছু নেই, কিছু দিনেই আপনার এলাকাতেও ক্যাম্প বসবে এবং সেইমতো ওয়েবসাইটের পেজে তা আপডেট করে দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আসছে আপনার পাড়াতেও...? ৮০ হাজার বুথ! আপনার পাড়ায় 'সমাধান ক্যাম্প' কবে, কোথায়? জেনে নিন এই ভাবে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল