TRENDING:

Alcohol Prices Drop|| মদের দাম কমল ৩০-৪০ শতাংশ! রাজধানীতে কোন ব্র্যান্ডের মদের নতুন দাম কত? জানুন...

Last Updated:
Alcohol Prices Drop, Heavy Discounts also available: আবগারি দফতর নতুন শুল্ক নীতি (new liquor policy) গ্রহণ করার পর থেকেই বিক্রেতারা বিপুল ছাড়ে (huge discounts) মদ বিক্রি করতে শুরু করেছেন।
advertisement
1/8
মদের দাম কমল ৩০-৪০ শতাংশ! রাজধানীতে কোন ব্র্যান্ডের মদের নতুন দাম কত? জানুন...
*সুরাপ্রেমীদের জন্য দারুন সুখবর! দাম কমছে মদের। দিল্লি সরকারের আবগারি দফতর নতুন শুল্ক নীতি (new liquor policy) গ্রহণ করার পর থেকেই বিক্রেতারা বিপুল ছাড়ে (huge discounts) মদ বিক্রি করতে শুরু করেছেন। প্রতীকী ছবি। 
advertisement
2/8
*নতুন দাম লাগু হয়েছে দেশীয় মদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মদেও। ক্রেতাদের থেকে বোতলে প্রিন্ট করা দামের থেকে ৩০-৩০ শতাংশ কম দাম নিচ্ছেন বিক্রেতারা। প্রতীকী ছবি। 
advertisement
3/8
*প্রতিবেশী শহর নয়ডা, গুরুগ্রামের দোকানের তুলনায় কম দাম নেওয়া হচ্ছে রাজধানীর দোকানে।  দিল্লি সরকারের আবগারি দফতর নতুন শুল্ক নীতি (new liquor policy) গ্রহণ করার পর থেকে বিপুল ছাড় (huge discounts) দেওয়া হচ্ছে বলেই রিপোর্ট। প্রতীকী ছবি। 
advertisement
4/8
*রিপোর্ট অনুযায়ী, রাজধানীর কিছু কিছু দোকানে বিদেশী ব্রান্ড Chivas Regal (১২ বছর) বিক্রি হচ্ছে ১,৮৯০ টাকায়। গুরুগ্রামে সেই একই ব্যান্ডের মদ বিক্রি হচ্ছে ২,১৫০ টাকায়। এমনকি ৩টি বোতল একসঙ্গে কিনলে উপরি হিসেবে আরও ১৫০ টাকা প্রতি বোতলে ছাড় দেওয়া হচ্ছে। দিল্লিতে যেখানে Chivas Regal (১২ বছর)-র দাম ২,৯২০ টাকা। প্রতীকী ছবি।          
advertisement
5/8
*JSN Infratech LLP-র দোকান Whiskey Theka। সেখানে প্রিমিয়াম ব্র্যান্ড Jack Daniels-র দাম ১,৮৮৫। অন্য দোকানে সেই একঈ ব্র্যান্ড বিক্রি হচ্ছে ২,৭৩০ টাকায়। প্রিমিয়াম ব্র্যান্ড Glenlivet (১৮ বছরের রিজার্ভ কালেকশন)-র ৭০০ মিলিলিটারের দাম ৫,১১৫ টাকা।  প্রতীকী ছবি। 
advertisement
6/8
*নয়া শুল্ক নীতি অনুযায়ী কমেছে ভডকার দাম। দিল্লিতে Absolut Vodka বিক্রি হচ্ছে ৯৯৫ টাকায়, যেখানে বোতলে প্রিন্ট রয়েছে ১,৫২০ টাকা। অর্থাৎ, ৩০ শতাংশ কম দামে বিক্রি করছেন বিক্রেতারা। প্রতীকী ছবি। 
advertisement
7/8
*ওয়াইনের দামেও মিলছে ব্যাপক ছাড়। Jacob’s Creek-র বতলের প্রিন্ট যেখানে ১,১৮০ টাকা, সেখানে সেই বোতল বিক্রি হচ্ছে ৭৯৫ টাকায়।Chateau Puygueraud-র প্রিন্ট ৭,২২০ টাকা থাকলেও তা বিক্রি করা হচ্ছে ৪,৯৮০ টাকা।  Alco Mart এবং Nova Garments নামের সংস্থা মদ বিক্রি করছে ৩৫ শতাংশ ছাড়ে। তাদের দিল্লিতে ২৭টি রিটেল দোকান রয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
8/8
*হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে Jack Daniel-র দাম ১,৭৭৫ টাকা, Absolut Vodka৯৮৫ টাকা, Jacob’s Creek ৭৬৫, Ballentine Finest ৯৭০, Johnnie Walker Black Label ১,৯৩৫, Bombay Sapphire Gin ১,৩৩০, Jagermeister ২,০৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Alcohol Prices Drop|| মদের দাম কমল ৩০-৪০ শতাংশ! রাজধানীতে কোন ব্র্যান্ডের মদের নতুন দাম কত? জানুন...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল