TRENDING:

বদলাতে পারে Liquor Shops খোলার সময়, শুরু হতে চলেছে মদের হোম ডেলিভারি?

Last Updated:
কোভিড হটস্পট এলাকা ছাড়া অন্য জায়গায় বিভিন্ন ধাপে রিটেল স্টোর খোলার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷
advertisement
1/5
বদলাতে পারে Liquor Shops খোলার সময়, শুরু হতে চলেছে মদের হোম ডেলিভারি?
দেশজুড়ে লকডাউন চলছে ৷ করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে বাঁচাতে লকডাউন বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে ৷ বন্ধ প্রায় সমস্ত দোকান বাজার ৷ এরকম পরিস্থিতিতে CIABC সম্প্রতি মহারাষ্ট্রের মখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চিঠি লিখে ডিস্টিলারি ও ওয়াইন স্টোর্স আংশিক ভাবে খোলার আবেদন জানিয়েছে ৷ চিঠিতে জানানো হয়েছে যে এর জেরে রাজ্যের রেভেনিউ জেনারেট করার পাশাপাশি রোজগার সুনিশ্চিত করতেও সাহায্য করবে ৷
advertisement
2/5
CIABC চিঠিতে জানিয়েছে, Alcoholic beverages industry-র সামনে সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে তা হল ৩১ মার্চ একাধিক রাজ্যের এক্সাইজ পলিসি শেষ হয়ে গিয়েছে ৷ তার আগে কিছু আইনি কাজ সম্পূর্ণ করতে হবে যাতে তারা তাদের অপারেশন চালু রাখতে পারে ৷ পাশাপাশি চিঠিতে এটাও লেখা ছিল যে লিকার ইন্ডাস্ট্রি লক্ষ লক্ষ লিটার স্যানিটাইজার প্রোডাকশন করার জন্য কাঁচা মালের ব্যবস্থা করছে ৷ ফেজ অনুযায়ী রিটেল লিকার স্টোর্স খোলার বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে ৷ আর্থিক বছর ২০১৯-২০ জারি করা রিটেল লাইসেন্স ৩০ জুন ২০২০ পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে ৷ কোভিড হটস্পট এলাকা ছাড়া অন্য জায়গায় বিভিন্ন ধাপে রিটেল স্টোর খোলার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত রিটেল স্টোর খোলার সময় সকাল ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত করার আবেদন জানানো হয়েছে ৷ ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত এই সময় সকাল ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত করার আবেদন ৷
advertisement
3/5
এছাড়া ২০১৯-২০ আর্থিক বছরে যে স্টক কেনা হয়েছিল সেগুলি বিক্রি করার অনুমোদন চাওয়া হয়েছে ৷ করোনার ভাইরাসের কথা মাথায় রেথে রিটেল শপে ২ জনের বেশি সেলস ম্যান থাকবে না ৷ এবং কোনও দোকানে ২ জনের বেশি গ্রাহক এক সঙ্গে যাওয়া যাবে না ৷ চিঠিতে বলা হয় যে সামাজির দূরত্ব বজায় রাখার জন্য দোকানে সার্কেল মার্কিং করা হবে ৷
advertisement
4/5
CIABC তরফে আরও জানানো হয় যে জরুরি প্রক্রিয়ার পর হোম ডেলিভারির সুবিধা দেওয়া হবে ৷ হোম ডেলিভারির জন্য দোকানের এনরোলমেন্ট করাতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করাতে হবে ৷ এর জন্য সরকার লাইসেন্সের উপর অতিরিক্ত চার্জ নিতে পারে ৷
advertisement
5/5
হোম ডেলিভারি করবে যে দোকান তাদের ৩-৪টে পাস দিতে হবে যাতে ডেলিভারি পার্সোনলের কোনও অসুবিধা না হয় ৷ অনলাইন বা ফোনের মাধ্যমে গ্রাহকরা বুকিং করার সুবিধা পাবেন ৷ আইডির মাধ্যমে তাদের বয়স ভেরিফাই করা হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বদলাতে পারে Liquor Shops খোলার সময়, শুরু হতে চলেছে মদের হোম ডেলিভারি?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল