TRENDING:

Business Opportunity: নার্সারিতে করুন নারকেল গাছের চারা! পাবেন ২৫হাজার টাকা ভর্তুকি

Last Updated:
নারকেল গাছের চারা তৈরি করে লাভবান হতে পারেন কৃষক ,নারকেল উন্নয়ন পর্ষদের তরফে ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হচ্ছে
advertisement
1/16
নার্সারিতে করুন নারকেল গাছের চারা! পাবেন ২৫হাজার টাকা ভর্তুকি
<strong>হাওড়া:</strong> ভারতের সামগ্রিক নারকেল চাষে, দেশের নারকেল উন্নয়ন পর্ষদ বা Coconut Development Board এর ভূমিকা সুবিদিত ৷ নারকেল গাছের চারা তৈরি করে লাভবান হতে পারেন কৃষক, রিপোর্টিং রাকেশ মাইতি, প্রতীকী ছবি ৷
advertisement
2/16
নারকেল উন্নয়ন পর্ষদের তরফে ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত শুনে নেব বিশেষজ্ঞর কাছ থেকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
গ্রামে গঞ্জে নারকেল চাষ বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি। রাজ্যে তথা দেশে যেভাবে নারকেলের চাহিদা বাড়ছে, তাতে যেকোনও চাষি লাভবান হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নারকেল চাষই এলাকার অর্থনৈতিক চিত্র বদলে দিয়েছে ৷ পশ্চিমবঙ্গে তার সম্ভাবনা উজ্জ্বল ৷ বর্তমানে নারকেল চাষে আগ্রহ প্রকাশ করে এগিয়ে এসেছেন অনেক চাষি ৷ বদলেছে তাঁদের চাষের পদ্ধতি ৷ সেইসঙ্গে ধীরে ধীরে আর্থিক দিকটাও মজবুত হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
প্রসঙ্গত, নারকেল গাছ বসিয়ে চাষিরা শুধুমাত্র ডাব বিক্রির স্বপ্নই দেখছেন না, বাস্তবে নারকেলের শাঁস, পাতা থেকে ঝাঁটাকাঠি, নারকেলের ছোবড়া থেকে গদি তৈরির ফলে ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নারকেল বাগান তৈরি হয়েছে | জোরকদমে চলছে চাষ ৷
advertisement
7/16
আর এই নারকেল চাষে চাষীদের আগ্রহ দিতে এগিয়ে এসেছে নারকেল উন্নয়ন পর্ষদ|এই পর্ষদের পক্ষ থেকে সরকারিভাবে কৃষকদের উৎসাহিত করতে চারা গাছের স্কিম নিয়ে এসেছে,যেখানে চারা নারকেল গাছ লাগালেই মিলবে টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
নারকেল উন্নয়ন পর্ষদের স্মল কোকোনাট নার্সারী স্কিমের দৌলতে বেনিফিশিয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ২৫ হাজার টাকার সুবিধা দিয়ে থাকে ৷ নারকেল থেকে চারা গাছ তৈরির নার্সারি তৈরি করতে পারলে মিলবে সুবিধা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
ভারতের নারকেল উন্নয়ন দফতরের জন্ম ১৯৮১ সালে। অর্থাৎ আজ থেকে ঠিক চারদশকেরও বেশি সময় আগে | আজ ভারত নারকেল চাষে এবং নারকেল-জাত দ্রব্য উৎপাদনে আত্মনির্ভরতা অর্জন করেছে নারকেল উন্নয়ন পর্ষদ এর কাজের সুবাদেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
পাশাপাশি বাড়ছে রফতানি, সারা দেশ থেকে প্রায় দুশোর বেশি নারকেল-জাত দ্রব্য বিদেশে রফতানি করা হয় | সেখানে নারকেল তেল থেকে শুরু করে Tender Coconut অবধি সমস্ত কিছু রয়েছে ৷ ১৯৮১ সালের তুলনায় ভার&#x200d;তে আজ অনেক বেশি নারকেল উৎপাদন করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
নারকেল গাছের চারা তৈরি করে কৃষকরা লাভবান হতে পারেন | নারকেল গাছের ফুল থেকে রস বের করে সুগার ফ্রি মিষ্টি তৈরি করা যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
নারকেল গাছের চারা লাগালে গ্রামীণ অর্থনীতি বদলাতে পারে ৷ নারকেল গাছের বিস্তৃত রুট সিস্টেম বালুকাময় মাটিকে স্থিতিশীল করে এবং সৈকতের ক্ষয় রোধ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
নারকেল গাছের ঘন পাতা বন্যপ্রাণীদের আবাসস্থল এবং খাদ্য সরবরাহ করে ৷ নারকেল গাছ মাটির ক্ষয় নিয়ন্ত্রণ করে এবং কার্বন সিকোয়েস্টেশন করে। প্রতীকী ছবি ৷
advertisement
14/16
নারকেল গাছ প্রধানত তিন ধরনের হয় | লম্বা, বেঁটে ও সঙ্কর ৷ লম্বা গাছ অনেক দিন বাঁচে এবং ফলও বড় হয় ৷ শাঁস পুরু ও মিষ্টি ৷ পশ্চিমবঙ্গে ইস্টকোস্ট টল, আন্দামান সাধারণ ও চন্দ্রকল্প হল লম্বা জাতের গাছ ৷ বেঁটে জাতের গাছে তিন-চার বছরে ফল দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
এছাড়া ভিয়েতনাম হাইব্রিড নারকেল চাষও করা যেতে পারে ৷ দেশীয় জাতের চেয়ে ফলন প্রায় তিনগুণ ৷ উপযুক্ত পরিচর্যা করলে বছরে একটি গাছ থেকে ২০০-২৫০টি নারকেল পাওয়া যায় ৷ জলও বেশি, তবে আমাদের রাজ্যে উপযুক্ত হল চন্দ্রশঙ্কর নারকেলের চাষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
উল্লেখ করা যেতে পারে, জল ও শাঁস দুইয়েরই কদর বেশি ৷ মুখ্য উৎপাদিত পণ্য হল নারকেল তেল, যা দেশের বাজারে অর্থনৈতিক পণ্য ৷ চাষিদের মধ্যে উৎসাহ বাড়ছে, তাঁরাও ঝুঁকছেন নারকেল চাষে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Business Opportunity: নার্সারিতে করুন নারকেল গাছের চারা! পাবেন ২৫হাজার টাকা ভর্তুকি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল