TRENDING:

GST on Petrol- Diesel: চালু হয়েছে নয়া GST, সস্তা হবে পেট্রল-ডিজেল? জানা গেল বড় খবর!

Last Updated:
বহু পণ্যের দাম কমেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেলের উপরে জিএসটির হার কত হল?
advertisement
1/6
চালু হয়েছে নয়া GST, সস্তা হবে পেট্রল-ডিজেল? জানা গেল বড় খবর!
সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশে চালু হয়েছে জিএসটির নতুন হার। চার ধাপে জিএসটি নেওয়া থেকে বেরিয়ে এসে সরকার এবার নেবে ২ ধাপে জিএসটি। ফলে এক ঝটকায় দাম কমেছে বহু পণ্যের দাম।
advertisement
2/6
দেশে মোট ৩৭৫টি পণ্যের উপর থেকে কমানো হয়েছে জিএসটি। ওইসব পণ্যের উপরে জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ ও ১৮ শতাংশ হারে।
advertisement
3/6
সরকারের নতুন জিএসটি হার আরোপ করার ফলে যেসব পণ্যের উপরে ১২ শতাংশ জিএসচি ছিল তাদের ৯৯ শাতংশের উপরে জিএসটি হবে ৫ শতাংশ। পাশাপাশি যেসব পণ্যের উপরে ২৮ শতাংশ জিএসটি ছিল সেইসব পণ্যের উপরে জিএসটির হার হবে ১৮ শতাংশ।
advertisement
4/6
বহু পণ্যের দাম কমেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেলের উপরে জিএসটির হার কত হল?
advertisement
5/6
নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির নয়া জমানা শুরু হলেও পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতার বাইরেই রাখা হয়েছে। তাই জিএসটির নয়া জমানায় কোনও প্রভাবই পড়েনি। ফলে জিএসটির হার বদলের কোনও প্রভাব পেট্রোল-ডিজেলের উপরে পড়বে না।
advertisement
6/6
কেন্দ্র ও রাজ্যের আয়ের অনেকটাই আসে এই পেট্রোল-ডিজেল থেকে। এর জন্য রয়েছে জ্বালানীর উপরে রয়েছে একসাইজ ডিউটি ও ভ্যাট। ফলে জ্বালানীর উপরে জিএসটি বসায়নি সরকার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GST on Petrol- Diesel: চালু হয়েছে নয়া GST, সস্তা হবে পেট্রল-ডিজেল? জানা গেল বড় খবর!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল