Adenium cultivation: গাছ নাকি এটিএম? বাড়ির ছাদে চাষ করতে পারলেই ঘরে আসবে লক্ষ লক্ষ টাকা!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বাড়ির ছাদে অথবা ব্যালকনিতে অ্যাডেনিয়াম ফুলের গাছ সাজিয়ে রাখেন অনেকেই৷ কিন্তু বিহার সহ ভারতের অনেক রাজ্যেই কিন্তু বাণিজ্যিক ভাবে অ্যাডেনিয়াম চাষ শুরু হয়েছে৷ শুনতে অবিশ্বাস্য লাগলেও, অ্যাডেনিয়াম চাষ কিন্তু যথেষ্টই লাভজনক এবং তা থেকে মোটা টাকা উপার্জন সম্ভব৷ কারণ অন্যান্য ফুল গাছের তুলনায় অ্যাডেনিয়ামের দামও বেশি হয়৷ অ্যাডেনিয়াম চাষের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের দাবি, এই ফুল গাছ চাষ করে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব৷
advertisement
1/9

বাড়ির ছাদে অথবা ব্যালকনিতে অ্যাডেনিয়াম ফুলের গাছ সাজিয়ে রাখেন অনেকেই৷ কিন্তু বিহার সহ ভারতের অনেক রাজ্যেই কিন্তু বাণিজ্যিক ভাবে অ্যাডেনিয়াম চাষ শুরু হয়েছে৷
advertisement
2/9
শুনতে অবিশ্বাস্য লাগলেও, অ্যাডেনিয়াম চাষ কিন্তু যথেষ্টই লাভজনক এবং তা থেকে মোটা টাকা উপার্জন সম্ভব৷ কারণ অন্যান্য ফুল গাছের তুলনায় অ্যাডেনিয়ামের দামও বেশি হয়৷ অ্যাডেনিয়াম চাষের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের দাবি, এই ফুল গাছ চাষ করে বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব৷
advertisement
3/9
অ্যাডেনিয়াম ওবেসম প্রজাতির একটি গাছ৷ এই গাছের ব্যবহার বিভিন্ন রোগের নিরাময়েও প্রয়োজন হয়৷ সেই কারণেই অ্যাডেনিয়ামের কদর এত বেশি৷
advertisement
4/9
অ্যাডেনিয়ামকে ডেজার্ট রোজও বলা হয়৷ যৌন সমস্যা দূর করতেও অ্যাডেনিয়াম গাছের ব্যবহার হয়৷
advertisement
5/9
উদ্ভিদ পালন বিশেষজ্ঞ রবিকান্ত পাণ্ডে জানিয়েছেন, অ্যাডেনিয়াম এমন একটি গাছ যা প্রখর গরম এবং প্রবল ঠান্ডা, উভয়ই সহ্য করতে সক্ষম৷ খুব অল্প জল পেলেই এই গাছ বেঁচে থাকে৷
advertisement
6/9
অ্যাডেনিয়ামের একটি ছোট চারার দাম ১৫ থেকে ২০ টাকা পড়ে৷ সেই চারা গাছ বড় করে সহজেই ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা যায়৷
advertisement
7/9
মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে বাড়ির ছাদেই অ্যাডেনিয়াম চাষ শুরু করা সম্ভব৷ মূলত বীজ কিনেই অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়৷ পরবর্তী সময়ে গ্রাফটিংয়ের মাধ্যমে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়৷
advertisement
8/9
গভীরতা কম, এমন গামলায় অ্যাডেনিয়ামের বীজ থেকে গাছ তৈরি করা সম্ভব৷ তবে তার জন্য মাটির মিশ্রণ কীভাবে হয়, কতটা জল দেওয়া প্রয়োজন তা সঠিক ভাবে জানতে হবে৷
advertisement
9/9
তবে অ্যাডেনিয়াম গাছের রস অত্যন্ত বিষাক্ত৷ তাই শিশু এবং বা়ড়ির পোষ্যদের এই গাছ থেকে দূরে রাখা উচিত৷ অ্যাডেনিয়াম গাছ লাগানোর সময়ও হাতে গ্লাভস পরা উচিত৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Adenium cultivation: গাছ নাকি এটিএম? বাড়ির ছাদে চাষ করতে পারলেই ঘরে আসবে লক্ষ লক্ষ টাকা!