TRENDING:

শয়ে শয়ে বাতিল আধার কার্ড...! বাড়ি বাড়ি যাচ্ছে UIDAI-এর চিঠি...! আপনি পেলে কী করবেন? ঘাবড়ে না গিয়ে জানুন 'সঠিক' নিয়ম

Last Updated:
Aadhar Card: আচমকা শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড বাতিলের চিঠি আসছে। কিন্তু কেন? তার পিছনে কারণ কী? কিম্বা ধরুন আপনার কাছেই এল সেই অভিঘাত যে চিঠিতে লেখা আছে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে। কী করবেন?
advertisement
1/12
শয়ে শয়ে বাতিল আধার কার্ড..! বাড়ি বাড়ি যাচ্ছে UIDAI-এর চিঠি! আপনি পেলে কী করবেন?
দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হল তাঁর আধার কার্ড। বর্তমান যুগে আসলে এই আধার কার্ড (Aadhaar) ছাড়া মানুষের জীবন কার্যত অচল। ছোট থেকে বড়, যে কোনও কাজেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
advertisement
2/12
কিন্তু আচমকা শোনা যাচ্ছে অনেকেরই আধার কার্ড বাতিলের চিঠি আসছে। কিন্তু কেন? তার পিছনে কারণ কী? কিম্বা ধরুন আপনার কাছেই এল সেই অভিঘাত যে চিঠিতে লেখা আছে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে। কী করবেন?
advertisement
3/12
বস্তুত আধার কার্ড বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। আধার কর্তৃপক্ষের তরফে বাড়ি বাড়ি চিঠি গিয়েছে, যা দেখে সকলের চোখ একপ্রকার কপালে উঠে গিয়েছে। এহেন আধার কার্ড বাতিলের কারণে রেশন, ব্যাঙ্ক থেকে শুরু করে সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ফলত নাহেজেল হাল শতাধিক মানুষের।
advertisement
4/12
কেউ কেউ বলছেন, যে তাঁদের রেশন কার্ড,ভোটার কার্ড সবই রয়েছে। ভোটও দেওয়া হচ্ছে। তাহলে আধার কার্ড বাতিলের মানেটা কী? এমনকি যদি এই সমস্যার সমাধান দ্রুত না করা হয় তাহলে অনেকেই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
advertisement
5/12
জানলে অবাক হবেন, চিঠিতে উল্লেখ, আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত ‘বিদেশি’ বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়।
advertisement
6/12
ইতিমধ্যেই জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন।
advertisement
7/12
তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, আধার বাতিল বা ডিঅ্যাক্টিভ হলে আতঙ্কের কিছু নেই। আপনাকে কার্ডটি চালু করতে হলে সবার আগে টোল ফ্রি নম্বরে ফোন করতে বলেছে UIDAI। আধার সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের ওই টোল ফ্রি নম্বরটি হল 1947।
advertisement
8/12
পাশাপাশি এই ধরনের ঘটনায় গ্রাহকদের অবিলম্বে বাড়ি সংলগ্ন আধার সংশোধন কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে বলা হয়েছে। আর সেখানেই সেখানে গিয়ে আধার তথ্য আপডেট করতে হবে তাঁদের। সেক্ষেত্রে ফের ওই আধার নম্বর সক্রিয় করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
advertisement
9/12
গ্রাহককে আধার কেন্দ্রে গিয়ে অবিলম্বে বাড়ির ঠিকানা আপডেট করতে হবে। সেই তথ্য যাচাই করবে UIDAI। পাশাপাশি, দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। এর জন্য বেশ কিছু নথি জমা করতে হবে। যা ভেরিফিকেশনের কাজ হয়ে গেলে, ফের চালু হয়ে যাবে আপনার আধার কার্ড।
advertisement
10/12
উল্লেখ্য, এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে ঘরে বসেই গ্রাহক আধার তথ্য় আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে তাঁর আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার দরকার নেই। তবে ডিঅ্যাক্টিভেশন বা বাতিলের চিঠি পেলে এই ধরনের কেন্দ্রগুলিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
11/12
এই মুহূর্তে প্রশ্ন আরও আছে। সাধারণ মানুষের কৌতূহল, আধার কার্ডটি বাতিল বা ডিঅ্যাক্টিভ হয়ে গেলে কী করবেন তাঁরা? আধার নম্বরের সঙ্গে PAN ও ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে। আধার বাতিল হলে সেগুলিও কি নিষ্ক্রিয় হয়ে যাবে?
advertisement
12/12
তবে দেরি করবেন না। সতর্ক হন। কারণ দীর্ঘদিন আধার নম্বর বাতিল হিসেবে ফেলে রাখলে PAN ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, পোস্ট অফিস, স্টক, মিউচুয়াল ফান্ড এমনকি UPI লেনদেনের উপরেও তার প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
শয়ে শয়ে বাতিল আধার কার্ড...! বাড়ি বাড়ি যাচ্ছে UIDAI-এর চিঠি...! আপনি পেলে কী করবেন? ঘাবড়ে না গিয়ে জানুন 'সঠিক' নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল