Aadhaar Update Last Date 2025: ১৪ জুন পর্যন্ত ফ্রিতে আধার কার্ড আপডেট করুন! লাগবে না ১ টাকাও, জানুন কীভাবে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Aadhaar Update Last Date 2025: UIDAI দিচ্ছে বড় সুযোগ! ১৪ জুন ২০২৫ পর্যন্ত আধার কার্ডের তথ্য অনলাইনে ফ্রিতে আপডেট করুন। নাম, জন্মতারিখ, ঠিকানা ও ভাষার মত তথ্য পরিবর্তন করা যাবে। দ্রুত করুন, সময় শেষ হয়ে যাচ্ছে...
advertisement
1/11

যারা আধার কার্ডের তথ্য আপডেট করতে চান, তাদের জন্য বড় সুযোগ এনেছে UIDAI (ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি)।
advertisement
2/11
আগামী ১৪ জুন ২০২৫ পর্যন্ত অনলাইনে আধার কার্ডের তথ্য একেবারে বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হচ্ছে। সাধারণত এই পরিষেবার জন্য ৫০ টাকা ফি নেওয়া হয়, তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তা মাফ করা হয়েছে।
advertisement
3/11
UIDAI জানিয়েছে, আধার এনরোলমেন্ট ও আপডেট নিয়মাবলির (2016) আওতায় প্রতি ১০ বছরে একবার করে পরিচয়পত্র (PoI) ও ঠিকানা প্রমাণ (PoA) আপডেট করা বাধ্যতামূলক।
advertisement
4/11
সময়মতো তথ্য আপডেট না করলে সরকারি সুবিধা গ্রহণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা KYC প্রক্রিয়া সম্পন্ন করার সময় নানা সমস্যা হতে পারে।
advertisement
5/11
এই ফ্রি আপডেট সুবিধা শুধুমাত্র নির্বাচিত ডেমোগ্রাফিক ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি অনলাইনে নাম, জন্মতারিখ (কিছু সীমার মধ্যে), ঠিকানা, লিঙ্গ এবং ভাষার পছন্দ আপডেট করতে পারবেন।
advertisement
6/11
তবে বায়োমেট্রিক তথ্য (যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, ছবি ইত্যাদি) আপডেট করার জন্য এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
advertisement
7/11
অনলাইনে আধার কার্ড আপডেট করার ধাপসমূহ: https://myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যান। আধার নম্বর ও OTP দিয়ে লগইন করুন। ডানদিকে উপরের কোণে 'Document Update' অপশনে ক্লিক করুন। বৈধ PoI ও PoA ডকুমেন্ট JPEG/PNG/PDF ফরম্যাটে আপলোড করুন (সর্বোচ্চ সাইজ ২MB)। সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন।
advertisement
8/11
আপডেটের জন্য একটি Service Request Number (SRN) পাবেন, যার মাধ্যমে স্টেটাস ট্র্যাক করতে পারবেন। অনেকেই এই ফ্রি আপডেট সুযোগ সম্পর্কে জানেন না।
advertisement
9/11
তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পরিচয় ও ঠিকানা সংক্রান্ত ডকুমেন্ট আপডেট করে ফেলুন, যাতে ভবিষ্যতে কোনও ঝামেলায় না পড়তে হয়। বিশেষত যাদের আধার কার্ড ১০ বছরের পুরনো, তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি।
advertisement
10/11
সরকারের তরফে এই পদক্ষেপ ডিজিটাল ভারত অভিযানের একটি বড় উদাহরণ। ফ্রি আপডেটের সুবিধা সাধারণ নাগরিকদের জন্য যেমন উপকারী, তেমনই সরকারি পরিষেবা গ্রহণেও এটি কার্যকরী হবে।
advertisement
11/11
UIDAI-র পক্ষ থেকে এই বিষয়ে সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই আপনার আধার তথ্য আপডেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Update Last Date 2025: ১৪ জুন পর্যন্ত ফ্রিতে আধার কার্ড আপডেট করুন! লাগবে না ১ টাকাও, জানুন কীভাবে...