Aadhaar Card: আধার কার্ড হারিয়ে ফেলেছেন? আধার নম্বরও মনে নেই? কীভাবে বাড়িতে বসেই পাবেন আধার কার্ড? জেনে নিন পদ্ধতি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে হোটেলে চেক-ইন... সব কাজেই আধার কার্ড মাস্ট! এমনকি বাচ্চাকে স্কুলে ভর্তি করতেও বাধ্যতামূলক আধার র্কার্ড! এবার যদি আধার কার্ড হারিয়ে যায় এবং আপনার আধার নম্বর মনে না থাকে, তবে কী করবেন?
advertisement
1/8

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে হোটেলে চেক-ইন... সব কাজেই আধার কার্ড মাস্ট! এমনকি বাচ্চাকে স্কুলে ভর্তি করতেও বাধ্যতামূলক আধার র্কার্ড! এবার যদি আধার কার্ড হারিয়ে যায় এবং আপনার আধার নম্বর মনে না থাকে, তবে কী করবেন?
advertisement
2/8
আধার কার্ড হারিয়ে গেলে প্রথমেই আপনাকে যেতে হবে UIDAI https://uidai.gov.in/en/ ওয়েবসাইটে
advertisement
3/8
UIDAI https://uidai.gov.in/en/ ওয়েবসাইটে গিয়ে আপনাকে 'মাই আধার' বিভাগে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করতে হবে 'হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া EID/UID পুনরুদ্ধার করুন' বিভাগে
advertisement
4/8
এর পর আপনার সামনে একটি ফর্ম খুলবে যা আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি 'আধার নম্বর' চান তাহলে 'আধার নম্বর' এ টিক করতে হবে। তা না হলে আপনাকে 'Enrolment ID Number/SID' তে ক্লিক করতে হবে।
advertisement
5/8
এর পরে আপনাকে ফর্মে আপনার নাম দিতে হবে যেটি আধার কার্ডে আছে। আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, সেটি দিতে হবে। চাইতে রেজিস্টারড ইমেল আইডি-ও দিতে পারেন।'
advertisement
6/8
স্ক্রিনে দেওয়া 'ক্যাপচা কোড' এন্টার করে 'Send OTP' অপশন ক্লিক করুন। আপনার মোবাইলে আসা ওটিপি নম্বর দিলেই আপনার আধার নম্বর বা EID নম্বর স্ক্রিনে উঠে আসবে।'
advertisement
7/8
এবার এই সাইট থেকেই আপনি e-Aadhar card ডাউনলোড করে নিতে পারেন।
advertisement
8/8
মাথায় রাখবেন, এই পদ্ধতি অনলাইন পদ্ধতি। এর জন্য আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে, তাহলে নিকটবতফী আধার সেন্টারে গিয়ে নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করুন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: আধার কার্ড হারিয়ে ফেলেছেন? আধার নম্বরও মনে নেই? কীভাবে বাড়িতে বসেই পাবেন আধার কার্ড? জেনে নিন পদ্ধতি