TRENDING:

Aadhaar Update: হাতে আর বেশি সময় নেই, এই সময়ের মধ্যে আধার আপডেট না করলে পড়তে হবে সমস্যায়

Last Updated:
Aadhaar Card Update: ১০ বছর আগে করা আধার কার্ডগুলি নতুন করে আপডেট করার নির্দেশিকা এসেছে সরকারি তরফে। আসলে আধারে থাকা সমস্ত তথ্য যাতে সঠিক থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
advertisement
1/5
হাতে আর বেশি সময় নেই, এই সময়ের মধ্যে আধার আপডেট না করলে পড়তে হবে সমস্যায়
ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড। সমস্ত ক্ষেত্রে পরিচয় যাচাই থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা সরকারি স্কিমের সুবিধা পাওয়ার জন্য এই নথি থাকা আবশ্যক। আর আধার কার্ড আপডেট করানোর একটা নির্দেশিকা জারি করেছে সরকার। আসলে পুরনো আধার কার্ডের ক্ষেত্রে জারি হয়েছে এই নির্দেশিকা। বিষয়টা সহজ ভাবে বলা যাক।
advertisement
2/5
কারণ ১০ বছর আগে করা আধার কার্ডগুলি নতুন করে আপডেট করার নির্দেশিকা এসেছে সরকারি তরফে। আসলে আধারে থাকা সমস্ত তথ্য যাতে সঠিক থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আধার ঠিকঠাক ভাবে আপডেট না করা হলে পরিষেবা সংক্রান্ত বিষয়ে নানা সমস্যা দেখা দিতে পারে। অনলাইন এবং অফলাইন - দুভাবেই আধার কার্ড আপডেট করা যেতে পারে। তাই যাঁরা ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করেননি, তাঁদের সেটা এখনই করা আবশ্যক।
advertisement
3/5
কিন্তু কত দিন পর্যন্ত আপডেট করা যাবে আধার কার্ড। বলে রাখা ভাল যে, অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। তাদের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যেই অনলাইনে আধার কার্ড আপডেট করাতে হবে গ্রাহকদের। আর এই সময়ের মধ্যে আপডেট করাতে গেলে লাগবে না একটা টাকাও। এর জন্য যেতে হবে MyAadhar Portal-এ। তবে মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আধার আপডেট করানোর জন্য ছুটতে হবে আধার সেন্টারে। এমনকী এই কাজের জন্য দিতে হবে ৫০ টাকা।
advertisement
4/5
অনলাইনে আধার আপডেট করার উপায়:এর জন্য সবার আগে লগ ইন করতে হবে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে। এবার নিজের আধার নম্বর এবং OTP দিতে হবে গ্রাহককে। এতে নতুন একটি পেজ সামনে ভেসে উঠবে। আর সেই পেজের ‘Document Update’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করার পালা। আর সমস্তটা হবে অনলাইনেই। এরপরেই গ্রাহকের কাছে চলে আসবে SRN নম্বর। যা দিয়ে আপডেট স্টেটাস দেখা যাবে।
advertisement
5/5
আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করার উপায়:অনলাইনে যদি আধার আপডেট না করা সম্ভব হয়, তাহলে যে কোনও আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করার কাজ সম্পন্ন করা যেতে পারে। এর জন্য সবার আগে ‘Bhuvan Aadhaar Portal’-এ যেতে হবে। তারপর নিজের এলাকার পিন কোড দিতে হবে। সঙ্গে সঙ্গে বাড়ির সবথেকে কাছে কোথায় আধার কেন্দ্র রয়েছে, সেটা ভেসে উঠবে। এরপর সেখানে নির্ধারিত ৫০ টাকা ফি দিয়ে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি তথ্য আপডেট করতে পারবেন গ্রাহকরা। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, নাম আর জন্ম তারিখ পরিবর্তন করার ক্ষেত্রে সমস্ত নথি সঙ্গে রাখাটা খুব জরুরি। আর যে নথি জমা করা হচ্ছে, তাতে কোনও ভুল থাকা চলবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Update: হাতে আর বেশি সময় নেই, এই সময়ের মধ্যে আধার আপডেট না করলে পড়তে হবে সমস্যায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল