TRENDING:

Aadhaar Card Picture Change: আধার কার্ডের ছবিটা পছন্দ নয়? খুব সহজেই বদলে ফেলতে পারেন আধার কার্ডের ছবি, কীভাবে? জেনে নিন পদ্ধতি

Last Updated:
আপনার কি আধার কার্ডে থাকা আপনার ছবিটি একেবারেই পছন্দ নয়? চিন্তা নেই! খুব সহজেই ছবি বদলাতে পারবেন। কী ভাবে? জেনে নিন--
advertisement
1/10
আধার কার্ডের ছবিটা পছন্দ নয়? খুব সহজেই বদলে ফেলতে পারেন আধার কার্ডের ছবি, কীভাবে?
আজকের এই ডিজিটাল যুগে আধার কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ভারতে বিভিন্ন পরিষেবা গ্রহণ ও লেনদেন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি আধার কার্ডে থাকা আপনার ছবিটি একেবারেই পছন্দ নয়? চিন্তা নেই! খুব সহজেই ছবি বদলাতে পারবেন। কী ভাবে? জেনে নিন--Image: News18
advertisement
2/10
বায়োমেট্রিক আপডেট যেমন আঙুলের ছাপ ও ছবির মতো তথ্য অনলাইনে পরিবর্তন করা সম্ভব নয়। কাজেই এই পরিবর্তন করতে আপনাকে যেতে হবে আধার পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে। এবার সেখানে গিয়ে আপনাকে কী কী করতে হবে? অফলাইনে আধার কার্ডের ছবি কীভাবে আপডেট করবেন? জেনে নিন পদ্ধতি--Image: News18
advertisement
3/10
ধাপ ১: আপনার নিকটস্থ আধার পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে যান। আপনি "Locate an Enrolment Center" ব্যবহার করে নিকটস্থ কেন্দ্রটি খুঁজে নিতে পারেন।Image: News18
advertisement
4/10
ধাপ ২: আধার এনরোলমেন্ট ফর্ম সংগ্রহ করুন। আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই ফর্মটি ডাউনলোড করতে পারেন।Image: News18
advertisement
5/10
ধাপ ৩: ফর্মে প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করুন।ফর্ম জমা দিন এবং আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করুন।Image: News18
advertisement
6/10
ধাপ ৪: আধার সেন্টারের এক্সিকিউটিভ আপনার একটি ছবি তুলবেন।অনুমোদনের জন্য আপনাকে বায়োমেট্রিক তথ্য দিতে হবে।বায়োমেট্রিক তথ্য আপডেট করতে ১০০ টাকা ফি দিতে হবে।Image: News18
advertisement
7/10
ধাপ ৫: আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রদান করা হবে, যাতে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (URN)-এর উল্লেখ থাকবে। এই URN ব্যবহার করে আপনি আপনার অনুরোধের স্টেটাস চেক করতে পারবেন।Image: News18
advertisement
8/10
ছবি পরিবর্তনের পর আধার কার্ড ডাউনলোড কীভাবে করবেন? প্রথবে https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html এই ওয়েবসাইটে যান।‘Download Aadhaar’-এ ক্লিক করুন।পরবর্তী পৃষ্ঠায় আপনার আধার নম্বর, এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি দিন।ক্যাপচা দিন এবং ‘Send OTP’ বোতামে ক্লিক করুন।আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP দিন।পরের পাতায় দেওয়া নির্দেশনা অনুসরণ করে আধার কার্ড ডাউনলোড করুন। আপনি চাইলে সেখান থেকে আধার কার্ড প্রিন্ট করার বিকল্পও পাবেন।Image: News18
advertisement
9/10
আধার কার্ডে ছবি আপডেট করার সময় কী কী মনে রাখতে হবে? আধার কার্ডে ছবি অনলাইনে আপডেট করা সম্ভব নয়।URN (Update Request Number) ব্যবহার করে আধার কার্ডের স্টেটাস চেক করা যায়।আধার কার্ডে ছবি পরিবর্তনের জন্য কোনও অতিরিক্ত ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই।Image: News18
advertisement
10/10
আধার কার্ড আপডেট হতে কত সময় লাগে?আপনার আধার কার্ডে ছবি আপডেট হওয়ার জন্য আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র পক্ষ থেকে প্রায় ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।Image: News18
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card Picture Change: আধার কার্ডের ছবিটা পছন্দ নয়? খুব সহজেই বদলে ফেলতে পারেন আধার কার্ডের ছবি, কীভাবে? জেনে নিন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল