Aadhaar Card আর Ration Card-র লিঙ্ক এখনও করেননি? কী করতে হবে দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
Aadhaar Card and Ration Card Link: অনলাইনে আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার উপায়-
advertisement
1/6

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক করানোর নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি এবার সেই তালিকায় নয়া সংযোজন হল রেশন কার্ডও। আর অনলাইন এবং অফলাইন - উভয় ভাবেই করা যাবে রেশন কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক।
advertisement
2/6
অনলাইনে আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার উপায়:১. রাজ্যের পিডিএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ২. নিজের রেশন কার্ডের নম্বর দিতে হবে। ৩. এবার আধার নম্বর দিতে হবে। ৪. এরপর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। ৫. কন্টিনিউ অথবা সাবমিট বাটনে ক্লিক করে এগোতে হবে। ৬. রেজিস্টার্ড মোবাইল নম্বরে এবার একটি ওটিপি আসবে। ৭. ফোনে আসা ওটিপি দিতে হবে।
advertisement
3/6
অফলাইনে রেশন এবং আধার লিঙ্ক করার উপায়:নিকটবর্তী পিডিএস শপ অথবা রেশনের দোকানে যেতে হবে। জেনে নেওয়া যাক অফলাইনে তা লিঙ্ক করার উপায়। ১. নিকটবর্তী পিডিএস সেন্টার অথবা স্থানীয় রেশন দোকানে যেতে হবে। ২. রেশন কার্ডের ফটোকপি এবং পরিবারের সকল সদস্যের আধার কার্ডের কপি নিয়ে যেতে হবে। এর সঙ্গে পরিবারের কর্তার পাসপোর্ট সাইজ ছবিও আনতে হবে।
advertisement
4/6
৩. আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না করা থাকলে ব্যাঙ্কের পাসবুকের কপিও সাবমিট করতে হবে।৪. পিডিএস শপে আধারের একটি কপির সঙ্গে সমস্ত নথি জমা করতে হবে। ৫. রেশন শপে উপস্থিত রিপ্রেজেন্টেটিভ প্রথম বারের আধার অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন দেওয়ার নির্দেশ দেবেন। নথিপত্র জমা করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস নোটিফিকেশন যাবে। সফলভাবে দুই নথির লিঙ্ক হলে আরও একটি নোটিফিকেশন আসবে ফোনে।
advertisement
5/6
প্রয়োজনীয় নথিপত্র:১. অন-সাইট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল রেশন কার্ডের পাশাপাশি ফটোকপি। ২. পরিবারের সকল সদস্যের জন্য আধারের কপি। ৩. পরিবারের কর্তার আধারের ফটোকপি। ৪. পরিবারের কর্তার পাসপোর্ট সাইজ ছবি ৫. আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে ব্যাঙ্ক পাসবুকের কপি।
advertisement
6/6
আধার আর রেশন কার্ড লিঙ্ক হয়েছে কি না, তা যাচাই করার উপায়:১. National Food Security Portal-এর My Ration Card Details পেজে যেতে হবে। ২. রেশন কার্ডের নম্বর এবং স্ক্রিনে ভেসে ওঠা ক্যাপচা কোড দিতে হবে। ৩. আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্কিং স্টেটাস জানার জন্য Get RC Details-এ ক্লিক করতে হবে।