8th Pay Commission Latest Update: সম্ভাবনার ডিসেম্বরে জল্পনা তুঙ্গে! DA, Basic Pay মিশে যাচ্ছে! লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের বড়সড় বিবৃতি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
8th Pay Commission Latest Update: DA, Basic Pay মিশে যাচ্ছে! লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের বড়সড় বিবৃতি
advertisement
1/9

অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় আপাতত অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মীরা, বেসিক পে নিয়ে বিরাট চর্চা চলছে ৷ দাবির পরে পাল্টা দাবি করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এরই মাঝে সরকার স্পষ্ট করে দিয়েছে এই সংক্রান্ত বিষয়ে আপাতত কিছুই বিচার বিবেচনার অন্তর্গত নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
১ ডিসেম্বরে লোকাসভায় অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি একটি লিখিত জবাবে জানিয়েছেন ডিএ ও বেসিক পে মিশে যাওয়ার কোনও প্রস্তাব আসেনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
তিনি জবাব দিয়েছেন সাংসদ আনন্দ ভাদোরিয়াকে ৷ যেখানে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীরা গত ৩০ বছরের সব থেকে বেশি মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
যেখানে ডিএ, ডিআর এর রিয়েল টাইম রিটেল মহার্ঘ ভাতায় মিশছে ৷ বেশ কিছু শ্রম সংগঠনের পক্ষ থেকে বারে বারে দাবি উঠেছে ৫০ শতাংশ ডিএ হওয়ার পরে অষ্টম বেতন কমিশনে ডিএ ও বেসিক পে মিশে যাবে? প্রতীকী ছবি ৷
advertisement
6/9
ট্যাক্স এক্সপার্ট সূত্রে জানতে পারা গিয়েছে সরকার কোনও অন্তবর্তী রিলিফের দিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখেছে ৷ অন্যদিকে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বিশেষ আশা আকাঙ্খা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এরই মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হলে সরাসরি ডিও ও বেসিক পের উপরে বিশেষ ভাবে প্রভাব বিস্তার করে থাকে ৷ সরাসরি ডিএ, টিএ, এইচআরএ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
বর্তমানে ২.৫৭ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ৩.০ হলে এন্ট্রি লেবেল বেসিক পে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷ পেনশনভোগীরাও সরাসরি প্রভাব পাবেন ৷ বেসিক পে ১৫-২০ শতাংশ পর্যন্ত বাড়তে থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
সপ্তম বেতন কমিশনের অবধিতে ৩১ ডিসেম্বরে শেষ হবে যেই সপ্তাহ তাতে এটি পরিোষ্কার যেই ভাবে ডিএ, ডিআর বৃদ্ধির সঙ্গে পেনশনের সম্পর্ক সপ্তম বেতন কমিশনে ছিল সেটি অষ্টম বেতন কমিশনেও বজায় থাকবে ৷ ভবিষ্যতে কী হবে সেটি ভবিষ্যতের গর্ভের থাকুক ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
8th Pay Commission Latest Update: সম্ভাবনার ডিসেম্বরে জল্পনা তুঙ্গে! DA, Basic Pay মিশে যাচ্ছে! লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের বড়সড় বিবৃতি