Old Car registration fee| আপনার গাড়ি ১৫ বছরের পুরনো! এবার খরচ বাড়বে এক ধাক্কায় আট গুণ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Old Car registration fee| বাইক আরোহী হন বা চার চাকার মালিক, গাড়ি পুরনো হলেই এবার কড়া মাশুল।
advertisement
1/5

আপনার গাড়ি কি ১৫ বছরের বেশি পুরনো? তাহলে এবার বেশ কিছুটা মাশুল গুনতে হবে। এমনটাই বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।
advertisement
2/5
মঙ্গলবার মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ১৫ বছরের বেশি বয়স্ক গাড়ির নথিভুক্তকরণের ক্ষেত্রে খরচ বাড়বে আট গুণ।
advertisement
3/5
এই মুহূর্তে নতুন চার চাকার গাড়ি রেজিস্ট্রেশনের জন্য খরচ হয় বার্ষিক ৬০০ টাকা। এবার ১৫ বছরের পুরনো গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে খরচ হবে পাঁচ হাজার টাকা।
advertisement
4/5
অন্য দিকে নতুন বাইকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন পেতে খরচ হয় ৩০০ টাকা। গাড়ি পুরনো হলে খরচ হবে এক হাজার টাকা।
advertisement
5/5
১৫ বছরের পুরনো বাস এবং ট্রাকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফ্রি এখন দিতে হয় ১৫০০ টাকা। এরপর দিতে হবে ১২ হাজার ৫০০ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Old Car registration fee| আপনার গাড়ি ১৫ বছরের পুরনো! এবার খরচ বাড়বে এক ধাক্কায় আট গুণ