7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, DA-এর পর ‘এই’ দুটি ভাতায় বিশাল বৃদ্ধি, জেনে নিন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
7th Pay Commission: মহার্ঘ ভাতা ছাড়া, কর্মীদের অন্যান্য ভাতাও বেড়েছে। এটাও কর্মীদের জন্য বড় স্বস্তির খবর।
advertisement
1/8

কেন্দ্রীয় সরকারি কর্মীচারীদের জন্য সুখবর। এবার ড্রেস ও নার্সিং ভাতা ২৫ শতাংশ বাড়ল। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি এবং সরকার পোষিত হাসপাতালের কর্মীরা এই সুবিধা পাবেন। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
advertisement
2/8
উল্লেখ্য, দীপাবলির আগেই সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কোটি কোটি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। ৫০ শতাংশ থেকে বেড়ে তা হয়েছিল ৫৩ শতাংশ।
advertisement
3/8
২০২৪ সালের ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। অর্থাৎ গত তিন মাসের বকেয়া একসঙ্গে হাতে পাবেন কর্মীরা। মহার্ঘ ভাতা ছাড়া, কর্মীদের অন্যান্য ভাতাও বেড়েছে। এটাও কর্মীদের জন্য বড় স্বস্তির খবর।
advertisement
4/8
ডিএ ৫৩ শতাংশ হওয়ায় অন্যান্য ভাতাও বাড়বে: নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশের বেশি হলে অন্যান্য ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। এই নিয়ম মহার্ঘ ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের মেলবন্ধন ঘটায়, যাতে জীবিকা নির্বাহ করতে অসুবিধা না হয়।
advertisement
5/8
মহার্ঘ ভাতা এখন ৫৩ শতাংশ হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের অন্যান্য ভাতাও স্বয়ংক্রিয় ভাবে বেড়েছে। বলে রাখা ভাল, এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ডিএ এবং ডিআর ৮ শতাংশ বাড়িয়েছিল। ফলে তা বেড়ে ৫০ শতাংশে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে অন্যান্য ১৩টি প্রধান ভাতায় ২৫ শতাংশ বৃদ্ধি হয়েছিল।
advertisement
6/8
এই দুটি ভাতায় ২৫ শতাংশ বৃদ্ধি: কিছুদিন আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoH&FW) যোগ্য কর্মীদের ড্রেস অ্যালাউন্স এবং নার্সিং অ্যালাউন্সে ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। ৫০ শতাংশ ডিএ বাড়ানোর পর অন্যান্য ভাতা বৃদ্ধির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রকের এই ঘোষণা বলে জানা গিয়েছে।
advertisement
7/8
এই জায়গাগুলিতে সুবিধা পাওয়া যাবে: কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আওতাধীন সমস্ত হাসপাতালগুলির পাশাপাশি নয়া দিল্লির AIIMS, চন্ডীগড়ের PGIMER এবং পণ্ডিচেরির JIPMER-এর মতো কেন্দ্রীয় সরকারের সহায়তায় চলা সমস্ত প্রতিষ্ঠানে এই দুটি ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
advertisement
8/8
সমস্ত প্রতিষ্ঠানকে অবিলম্বে নতুন ভাতা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের সময় মতো ভাতা প্রদান নিশ্চিত করার উপরেও জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্মী ও পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, DA-এর পর ‘এই’ দুটি ভাতায় বিশাল বৃদ্ধি, জেনে নিন