7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের এরিয়ার নিয়ে Good News! কর্মচারীরা হতে পারেন মালামাল?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
7th Pay Commission|Central Government Employees DA decision|Narendra Modi Government's Employees DA decision|Narendra Modi Government's staffs DA decision|Central Government Employees DA Arrear|Business: বিষয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এরিয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার
advertisement
1/9

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর আসতে চলেছে ৷ বকেয়া মহার্ঘ ভাতার নিয়ে সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেলেই, বাড়লে সেক্ষেত্রে ফের বাড়বে বেতন ৷ অন্যদিকে নরেন্দ্র মোদি সরকারের কর্মীদের বকেয়া ডিএ (DA arrear) নিয়ে সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
২৬ জানুয়ারি ২০২২ (January 26, 2022)পর্যন্ত বকেয়া ডিএ-এর উপরে বড় সিদ্ধান্ত আসতে পারে ৷ এই নির্ণয়ের পরেই কর্মচারীদের ডিএ নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
বহুদিন থেকেই না নানান জল্পনা চলছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাচ্ছেনা ৷ দীর্ঘদিন ধরে এই টাকার জন্য দাবি জানিয়ে আসছেন ৷ এমন কথাও শুনতে পাওয়া যাচ্ছে কেন্দ্র এককালীন টাকা দেওয়ার ভাবনায় আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
কেন্দ্রীয় সরকার (Modi Government) যদি ডিএ এককালীন ডিএ-এর টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে কর্মীরা একসঙ্গে ২ লক্ষ টাকার সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
লেবেল ১ কর্মচারীদের ডিএ এরিয়ার ১১,৮৮০ টাকা থেকে শুরু করে ৩৭,৫৫৪ টাকা পর্যন্ত ৷ লেবেল ১৩ ও লেবেল ১৪ কর্মীদের ডিএ ১.৪৪ লক্ষ থেকে ২.১৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
ন্যাশন্যাল কাউন্সিল অফ JCM, ডিপার্টমেন্ট অফ পার্সোন্যাল অ্যান্ড ট্রেনিং ও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মধ্যে এই বিষয়ে কথাবার্তা হয়েছে ৷ আশা করা হচ্ছে এই বিষয়টির নিয়ে কোনও পোক্ত জবাব পাননি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
আশা করা হচ্ছে বিষয়টি নিয়ে ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা হবে ৷ JCM এর পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷ এই বিষয়ে সিদ্ধান্তের সময়ে ১৮ মাসের ডিএ-এর টাকাটা এককালীন যাতে দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) যদি সবুজ সঙ্কেত দেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মোটা টাকা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের এরিয়ার নিয়ে Good News! কর্মচারীরা হতে পারেন মালামাল?