TRENDING:

7th Pay Commission:নতুন বছরে বড় ধামাকা! ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার...

Last Updated:
7th Pay Commission: দীপাবলির আগে, কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছিল। এবার ফের বেতন বাড়ার সুখবরে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে।
advertisement
1/7
নতুন বছরে বড় ধামাকা! ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে...
নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি সুখবর দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে, ২০২২-এর শুরুতেই মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) বাড়াতে পারে।
advertisement
2/7
এইচআরএ বাড়ানোর ঘোষণাও করতে পারে সরকার। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর করা হতে পারে। দীপাবলির আগে, কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছিল। এবার ফের বেতন বাড়ার সুখবরে খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে।
advertisement
3/7
মোদি সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন কর্মীরা : কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলিতে এইচআরএ বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এ ব্যাপারে ১১.৫৬ লক্ষের বেশি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স (এইচআরও) বৃদ্ধির দাবি নিয়ে বিচার বিবেচনা শুরু করেছে। এই প্রস্তাব অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পর্বের পরেই হবে চূড়ান্ত ঘোষণা।
advertisement
4/7
জানা গিয়েছে, প্রস্তাব অনুমোদিত হলে ২০২২-এর জানুয়ারি থেকেই বর্দ্ধিত হারে এইচআরএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আরও কিছুটা বেড়ে যাবে।
advertisement
5/7
 ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) ও ন্যাশনাল ফেডারেশন অফ রেলওয়েমেন ২০২১-এর জানুয়ারি থেকে এইচআরএ রূপায়নের দাবি জানিয়েছে। এই দাবি মেনে নেওয়া হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে।
advertisement
6/7
এই শহরগুলিতে ভিন্ন হয় এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স এক্স, ওয়াই, জেড ক্লাসের শহরের ভিত্তিতে হয়। অর্থাৎ যে কর্মীরা এক্স ক্যাটাগরিতে আসেন, তাঁদের এখন থেকে প্রতি মাসে ৫৪০০ টাকার থেকে বেশি এইচআরএ পাবেন। ওয়াই ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের প্রতি মাসে ৩৬০০ টাকার বেশে ও জেড ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীদের ক্ষেত্রে ১৮০০ টাকা প্রতি মাসে এইচআরএ মিলবে।
advertisement
7/7
এক্স ক্যাটাগরিতে রয়েছে ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর। এই শহরগুলিতে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা রয়েছেন, তাঁদের ২৭ শতাংশ এইচআরএ মিলবে। ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে তা ১৮ শতাংশ ও জেড ক্যাটাগরির ক্ষেত্রে তা ৯ শতাংশ হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission:নতুন বছরে বড় ধামাকা! ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল