TRENDING:

750+ CIBIL Score: ৭৫০+ সিবিল স্কোরেও বারেবারে Loan Rejected! পিছনে বিরাট চার কারণ, এখন জেনে শুধরে নিন, পরের বার চওড়া হাসি মুখে থাকবে

Last Updated:
750+ CIBIL Score: ভাল সিবিল স্কোরেও বারেবারে ব্যাঙ্ক ফিরিয়ে দিচ্ছে ঋণের আবেদন? চারটি বিরাট কারণ লুকিয়ে আছে
advertisement
1/8
৭৫০+ সিবিল স্কোরেও বারেবারে Loan Rejected! পিছনে বিরাট চার কারণ, এখন জেনে শুধরে নিন
সিবিল স্কোর বর্তমান দিনে সিবিল স্কোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ ভাল সিবিল স্কোর বা ৭৫০ এর উপরে নির্ভর করে লোন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
৭৫০ এর উপরে সিবিল স্কোর হলেও বারেবারে লোন পেতে বেগ পেতে হয় বা ঋণ প্রত্যাখান হয়ে থাকে ৷ এর অন্যতম কারণ হল বারেবারে চাকরি বদল ব্যাঙ্ক বিষয়টি খতিয়ে দেখে কয়েক বছরে কয়েকবার চাকরির বদল হচ্ছে? প্রতীকী ছবি ৷
advertisement
3/8
যদি এমন ঘটনা ধরা পড়ে সেক্ষেত্রে ব্যাঙ্কের পক্ষ থেকে ঋণ কোনও ভাবেই অনুমোদন পায়না ৷ ধরে নেওয়া হয় আয়ের কোনও স্থিরতা নেই সেই কারণে রিজেক্টেড হয় লোন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
আগের থেকেই যদি ঋণের বোঝা হয়ে থাকে সেক্ষেত্রে ঋণ পাওয়া শক্ত হয়ে যায় নতুন করে ৷ একটি বা দুটি ঋণ বর্তমানে চলছে সেক্ষেত্রে ব্যাঙ্ক খতিয়ে দেখে নতুন ঋণের টাকা ফেরৎ দেওয়ার ক্ষমতা আছে কি না? প্রতীকী ছবি ৷
advertisement
5/8
সেটি যদি না থাকে সেক্ষেত্রে নতুন করে ঋণ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় ৷ অতিরিক্ত ইএমআই-এর টাকা দিতে পারবেনা সেক্ষেত্রে নতুন লোন পাওয়া যায়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
যদি সহ আবেদনকারী বা গ্যারান্টারের ক্রেডিট স্কোর খারাপ সেক্ষেত্রে নতুন করে ঋণ পাওয়ার সম্ভাবনাই থাকেনা কোনও ভাবেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট হিস্ট্রিতে কোনও খারাপ প্রভাব থাকে যেমন বর্তমান ঋণের কিস্তির ক্ষেত্রে লেট পেমেন্ট পেন্ডিং সেটেলমেন্টও ঋণ রিজেক্ট করার ক্ষেত্রে বিশেষ ভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
তাই ভবিষ্যতে যখন নতুন ঋণের জন্য আবেদন করার পরিস্থিতি আসবে তখনই শুধুই সিবিল স্কোরই নয়, এই বিষয়গুলিও খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
750+ CIBIL Score: ৭৫০+ সিবিল স্কোরেও বারেবারে Loan Rejected! পিছনে বিরাট চার কারণ, এখন জেনে শুধরে নিন, পরের বার চওড়া হাসি মুখে থাকবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল