TRENDING:

৫ বছরের জন্য ৩০,০০০ টাকা না ৩০ বছরের জন্য ৫,০০০ টাকা? কোন SIP বেশি রিটার্ন দেবে জেনে নিন

Last Updated:
SIP-র ক্ষেত্রে রিটার্ন সাধারণত বার্ষিক ১২%-ই ধরা হয়ে থাকে। বাজার ভাল থাকলে তা ১৩%, এমনকি ১৪%-তেও যেতে পারে।
advertisement
1/9
৫ বছরের জন্য ৩০,০০০ টাকা না ৩০ বছরের জন্য ৫,০০০ টাকা? কোন SIP বেশি রিটার্ন দেবে জেনে নিন
এটা ঠিক কথা যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে এসআইপি দীর্ঘমেয়াদেই বেশি রিটার্ন দেয়। সেই দিক দিয়ে দেখলে অনেকের কাছেই ৩০ বছরের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করাই উচিত সিদ্ধান্ত বলে মনে হবে। তার উপরে আবার কিস্তির পরিমাণটাও কম, বের করতে অসুবিধে নেই!
advertisement
2/9
তবে, যাঁদের হাতে ৩০ বছর সময় নেই, বিনিয়োগ শুরু করছেন দেরিতে অথবা হাতে টাকা আছে, খাটাতেও অসুবিধা নেই, তাই বেশি সময় ফেলে রাখতে চান না, তাঁদের জন্য ৫ বছর মেয়াদে প্রতি মাসে ৩০,০০০ টাকা করে বিনিয়োগ করাও মন্দ কিছু নয়।
advertisement
3/9
এখন প্রশ্ন ওঠে, দুইয়ের মধ্যে কোনটা বেশি রিটার্ন দেবে! সেই হিসেবে এবার ঢুকে পড়া যাক! তার আগে বলে রাখা ভাল, এসআইপি-র ক্ষেত্রে রিটার্ন সাধারণত বার্ষিক ১২%-ই ধরা হয়ে থাকে। বাজার ভাল থাকলে তা ১৩%, এমনকি ১৪%-তেও যেতে পারে। অতএব, এখানে তিন হিসেবই দেওয়া হল।
advertisement
4/9
৫ বছর ধরে ৩০,০০০ টাকার এসআইপি-এর সম্পূর্ণ হিসাব (১২% রিটার্ন হার):- মোট বিনিয়োগ: ১৮,০০,০০০ টাকা- প্রত্যাশিত মূলধন লাভ: ৬,৩৩,১০৮ টাকা- মোট কর্পাস: ২৪,৩৩,১০৮ টাকা
advertisement
5/9
৫ বছর ধরে ৩০,০০০ টাকার এসআইপি-এর সম্পূর্ণ হিসাব (১৩% রিটার্ন হার):- মোট বিনিয়োগ: ১৮,০০,০০০ টাকা- প্রত্যাশিত মূলধন লাভ: ৬,৯৪,১০৬ টাকা- মোট কর্পাস: ২৪,৯৪,১০৬ টাকা
advertisement
6/9
৫ বছর ধরে ৩০,০০০ টাকার এসআইপি-এর সম্পূর্ণ হিসাব (১৪% রিটার্ন হার):- মোট বিনিয়োগ: ১৮,০০,০০০ টাকা- প্রত্যাশিত মূলধন লাভ: ৭,৫৬,৪৮২ টাকা- মোট মূলধন: ২৫,৫৬,৪৮২ টাকা
advertisement
7/9
এবার দেখা যাক ৫,০০০ টাকার মাসিক এসআইপি দিয়ে ৩০ বছরে কত টাকা আসতে পারে!৩০ বছর ধরে ৫,০০০ টাকার এসআইপি-এর সম্পূর্ণ হিসাব (১২% রিটার্ন হার):- মোট বিনিয়োগ: ১৮,০০,০০০ টাকা- প্রত্যাশিত মূলধন লাভ: ১,৩৬,০৪,৮৬৬ টাকা- মোট মূলধন: ১,৫৪,০৪,৮৬৬ টাকা
advertisement
8/9
৩০ বছর ধরে ৫,০০০ টাকার এসআইপি-এর সম্পূর্ণ হিসাব (১৩% রিটার্ন হার):- মোট বিনিয়োগ: ১৮,০০,০০০ টাকা- প্রত্যাশিত মূলধন লাভ: ১,৭০,০৭,৫৯৫ টাকা- মোট কর্পাস: ১,৮৮,০৭,৫৯৫ টাকা
advertisement
9/9
৩০ বছর ধরে ৫,০০০ টাকার এসআইপি-এর সম্পূর্ণ হিসাব (১৪% রিটার্ন হার):- মোট বিনিয়োগ: ১৮,০০,০০০ টাকা- প্রত্যাশিত মূলধন লাভ: ২,১১,৯৮,১০৩ টাকা- মোট মূলধন: ২,২৯,৯৮,১০৩ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৫ বছরের জন্য ৩০,০০০ টাকা না ৩০ বছরের জন্য ৫,০০০ টাকা? কোন SIP বেশি রিটার্ন দেবে জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল