এই ৫ LIC পলিসি সম্পর্কে জেনে রাখুন, ৫০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
LIC Policy: পরিবারের সুরক্ষিত ভবিষ্যত এবং আর্থিক নিরাপত্তার জন্য ৫টি দুর্দান্ত পলিসি রয়েছে LIC-র।
advertisement
1/7

জীবন বিমা বললে আজও সবার আগে এলআইসি-র নামই আসে। কারণ এতে ঝুঁকি কম, মোটা অঙ্কের বিমা কভার মেলে সঙ্গে ম্যাচিউরিটিতে নিশ্চিত রিটার্ন। পরিবারের সুরক্ষিত ভবিষ্যত এবং আর্থিক নিরাপত্তার জন্য ৫টি দুর্দান্ত পলিসি রয়েছে এলআইসি-র। এতে ৫০ লাখ টাকার বিমা পাওয়া যায়।
advertisement
2/7
এলআইসি এসআইআইপি: এলআইসি-র এসআইআইপি স্কিমে প্রতি বছর ৪ হাজার টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদ ২১ বছর। অর্থাৎ প্রতি বছর ৪৮ হাজার টাকা এবং ২১ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,০৮,০০০ টাকা। মেয়াদপূর্তিতে হাতে আসবে প্রায় ৫০ লাখ টাকা।
advertisement
3/7
এলআইসি নিউ জীবন আনন্দ: ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী যে কেউ নিউ জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগ করতে পারেন। পলিসির মেয়াদ ১৫ থেকে ৩৫ বছর। ৭৫ বছর বয়সে পলিসি হোল্ডার ম্যাচিউরিটির টাকা পাবেন। এই স্কিমে বিনিয়োগ করে কোটি টাকাও রিটার্ন পাওয়া যায়।
advertisement
4/7
এলআইসি নিউ জীবন শান্তি: এলআইসি নিউ জীবন শান্তি পলিসিতে সর্বনিম্ন ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল, আজীবন ১১,১৯২ টাকা পেনশন পাওয়া যায়।
advertisement
5/7
এলআইসি ধন বর্ষা: এই স্কিমে দুটি বিনিয়োগ বিকল্প দেওয়া হয়। প্রথমটি প্রিমিয়ামের ১.৫ গুণ পর্যন্ত রিটার্ন। দ্বিতীয়টি প লিসি হোল্ডারের মৃত্যু হলে ১০ গুণ পর্যন্ত রিটার্ন দেওয়া হবে নমিনিকে। পলিসি হোল্ডার পলিসি শুরুর দশ বছর পর মারা গেলে নমিনি ৯১,৪৯,৫০০ টাকা পাবেন। ১৫ তম বছরে মৃত্যু হলে নমিনির পাওনা হবে ৯৩,৪৯,৫০০ টাকা।
advertisement
6/7
এলআইসি জীবন উমঙ্গ: ২৫ বছর বয়সে কেউ যদি ৬ লাখ টাকার বিমা-সহ এলআইসি-র জীবন উমঙ্গ পলিসি কেনেন তাহলে তাঁকে প্রতি মাসে ১৬৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ প্রতিদিন ৫৪.৬ টাকা। পলিসির অর্থপ্রদানের মেয়াদ ৫৫ বছর বয়সে শেষ হওয়ার পরে, তিনি ম্যাচিউরিটি পর্যন্ত প্রতি বছর ৪৮ হাজার টাকা পাবেন।
advertisement
7/7
উপরের ৫টি পলিসিই ৫০ লাখ টাকা পর্যন্ত জীবন বিমা-সহ ডিজাইন করা হয়েছে। অর্থাৎ পলিসি হোল্ডার মারা গেলে কোম্পানি নমিনিকে ৫০ লক্ষ টাকা দেবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই ৫ LIC পলিসি সম্পর্কে জেনে রাখুন, ৫০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন