আলমারি ঘাঁটতে গিয়ে পুরনো ২ হাজার টাকার নোট পেয়েছেন? এখন কী করবেন? রিজার্ভ ব্যাঙ্ক গাইডলাইন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
2000 Rupee Note: যাঁদের কাছে এখনও ২ হাজার টাকার নোট রয়েছে, তাঁরা কী করবেন? তাঁরা কী আর বদলানোর সুযোগ পাবেন?
advertisement
1/8

২০১৬ সালে নোটবন্দি হয়। কালো টাকা রুখতে রাতারাতি ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেয় কেন্দ্র সরকার। তার বদলে চালু হয় ২ হাজার টাকার নোট। নগদ টাকার যোগান বাড়াতে সেই সময় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
advertisement
2/8
এরপর প্রায় ছয় বছর ২ হাজার টাকার নোটে লেনদেন চলে। কিন্তু ২০২৩ সালে ১৯ মে সেই ২ হাজার টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্ক জানায়, এই নোট বৈধ। তবে লেনদেন কমানো হচ্ছে। তাই ব্যাঙ্কে জমা দিতে হবে। বদলে সমপরিমাণ টাকা পাবেন গ্রাহক।
advertisement
3/8
এরপর নোট বদল এবং ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ হাজার টাকার ৯৮.১৫ শতাংশ নোট ইতিমধ্যেই ব্যাঙ্কিং সিস্টেমে ফেরত এসেছে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে এখনও বিপুল পরিমাণ ২ হাজার টাকার নোট রয়ে গিয়েছে।
advertisement
4/8
রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, ঘোষণার সময় অর্থাৎ ২০২৩ সালের ১৯ মে পর্যন্ত বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের ২ হাজার টাকার নোট ছিল। আর ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯৮.১৫ শতাংশ ফেরত এলেও ৬,৫৭৭ কোটি টাকা মূল্যের ২ হাজারের নোট এখন সাধারণ মানুষের কাছে রয়ে গিয়েছে।
advertisement
5/8
যাঁদের কাছে এখনও ২ হাজার টাকার নোট রয়েছে, তাঁরা কী করবেন? তাঁরা কী আর বদলানোর সুযোগ পাবেন? রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, হ্যাঁ, তাঁরা চাইলে এখনও ২ হাজার টাকার নোট বদলে নিতে পারেন।
advertisement
6/8
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ মে বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করে বলা হয়েছিল, ৭ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে টাকা বদলে নিতে পারবেন।
advertisement
7/8
তবে যাঁদের কাছে ২ হাজার টাকার নোট আছে, তাঁরা এখনও বদলে নিতে পারেন। রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসে এই সুযোগ পাওয়া যাচ্ছে। তাছাড়া পোস্ট অফিসেও ২ হাজার টাকার নোট জমা দেওয়া যাবে। তারা ইস্যু অফিসে পাঠিয়ে দেবে। টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।
advertisement
8/8
বলে রাখা ভাল, ২ হাজার টাকার নোট এখনও বৈধ মুদ্রা। অচল নয়। তাই লেনদেন করাই যায়। তবে রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ মেনে নোট বদলে নেওয়াই ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা। যাতে পরে অন্য কোনও ঘোষণা হলে অসুবিধায় পড়তে না হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আলমারি ঘাঁটতে গিয়ে পুরনো ২ হাজার টাকার নোট পেয়েছেন? এখন কী করবেন? রিজার্ভ ব্যাঙ্ক গাইডলাইন দেখুন