TRENDING:

RBI on Rs 2,000 note: বাজার থেকে উঠে গেলেও অন্যভাবে বৈধ ২০০০ টাকার নোট... টাকা নিয়ে বড় আপডেট দিল RBI

Last Updated:
তিনি জানান ২ হাজার নোট বাজার থেকে তুলে নেওয়া হলেও সরকারিভাবে তা বাতিল করা হয়নি।
advertisement
1/7
বাজার থেকে উঠে গেলেও অন্যভাবে বৈধ ২০০০ টাকার নোট... টাকা নিয়ে বড় আপডেট দিল RBI
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বৃহস্পতিবার সংসদের স্ট্যান্ডিং কমিটিকে আর্থিক বিষয়ে খুঁটিনাটি তথ্যপ্রদান করেন।
advertisement
2/7
একইসঙ্গে তিনি জানান ২ হাজার নোট বাজার থেকে তুলে নেওয়া হলেও সরকারিভাবে তা বাতিল করা হয়নি। এছাড়াও, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আরও জানান, ভারতীয় অর্থনীতি এবং আর্থিক পরিকাঠামো উন্নতি করেছে।
advertisement
3/7
গোটা বিশ্বে যখন টালমাটাল সমস্যা চলছে তার মধ্যেও ভারতের আর্থিক উন্নতি হয়েছে।
advertisement
4/7
এই প্রসঙ্গে, কমিটির চেয়ারম্যান ভারটুহারি মেহতাব 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে মনে করছেন।
advertisement
5/7
এই প্রসঙ্গে আরবিআই গভর্নর জানান বাজার থেকে এই নোট তুলে নেওয়া হয়েছে। কিন্তু, সরকারিভাবে এখনও এই নোট বৈধ আরবিআইয়ের পক্ষ থেকেও তা অবৈধ ঘোষণা করা হয়নি।
advertisement
6/7
এই বৈঠকে জাল নোটের বিষয়টিও সামনে উঠে এসেছে। কমিটির সদস্যরা এই বিষয়টি গভর্নরকে জানালে তিনিও তা মেনে নেন।
advertisement
7/7
এই প্রসঙ্গে তিনি জানান, আরবিআই এবং সরকার দুই পক্ষই এই জাল নোট বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
RBI on Rs 2,000 note: বাজার থেকে উঠে গেলেও অন্যভাবে বৈধ ২০০০ টাকার নোট... টাকা নিয়ে বড় আপডেট দিল RBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল