TRENDING:

Gold Jewellery: 14K, 18K এবং 22K সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত? কেনার আগে আপনাকে যা জানতেই হবে

Last Updated:
Gold Jewellery: এক নজরে দেখে নেওয়া যাক ১৪কে, ১৮কে এবং ২২কে সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত। 
advertisement
1/6
14K, 18K এবং 22K সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত? কেনার আগে আপনাকে যা জানতেই হবে
সোনার দাম তেজ গতিতে বেড়ে চলেছে। এর মধ্যেই সকলকে বুঝেশুনে সোনার গয়না নির্বাচন করতে হবে। কিছু দিন বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হয়ে গিয়েছে বিবাহের মরশুম। এই মরশুমে নববধূকে সাজানোর জন্য পরিবারের তরফ থেকেই হোক বা উপহার দেওয়ার জন্য, সোনার চেনের চাহিদা তুঙ্গে। কেন না, অনেকটা দাম দিয়ে পুরো সোনার হার কেনা সকলের পক্ষে সম্ভব নয়। এছাড়াও বছরভর নিজের ব্যবহারের জন্যও সোনার চেনের চাহিদা ভালই থাকে। বাজারে তিন ধরনের সোনার চেন পাওয়া যায় হলুদ ধাতুর গুণমানের ভিত্তিতে, সেগুলো হল ১৪কে, ১৮কে এবং ২২কে। কে অর্থে ক্যারাট, যা সোনার মান নির্ধারণ করে। তাই এক নজরে দেখে নেওয়া যাক ১৪কে, ১৮কে এবং ২২কে সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত।
advertisement
2/6
বিশুদ্ধ সোনা বেশি মজবুত হয় না -যদি কোনও সোনার চেন তৈরি করার জন্য যদি ১০০% বিশুদ্ধ সোনার ব্যবহার করা হয়, তাহলে এই সোনার চেন খুব বেশি মজবুত হয় না। সোনার সঙ্গে কিছু পরিমাণ খাদ মেশানো হয়, যাতে সেই সোনার চেন মজবুত হয়।
advertisement
3/6
১৪ ক্যারাটের মজবুত সোনার চেন -যাঁরা একটি মজবুত সোনার চেনের খোঁজ করছেন, তাদের জন্য সবথেকে ভাল হল ১৪ ক্যারাটের সোনার চেন। এই ধরনের সোনার চেনে ৫৮.৩% শুদ্ধ সোনা থাকে। এর সঙ্গে এতে খাদ মেশানো হয় আরও মজবুত করার জন্য।
advertisement
4/6
১৮ ক্যারাটের সোনার চেন -১৮ ক্যারাটের সোনার চেনে প্রায় ৭৫% বিশুদ্ধ সোনা থাকে। এর সঙ্গে ২৫% অন্যান্য ধাতু মিশিয়ে এটি আরও মজবুত করা হয়। অর্থাৎ কেউ যদি চান, তবে তিনি ১৪ ক্যারাটের সোনার চেনের বদলে ১৮ ক্যারাটের সোনার চেনও ব্যবহার করতে পারেন। শুদ্ধতা বেশি, মজবুতি নিয়েও ভাবতে হবে না।
advertisement
5/6
২২ ক্যারাটের সোনার চেন -২২ ক্যারাটের সোনার চেনে প্রায় ৯১.৬৭% বিশুদ্ধ সোনা থাকে। এর ফলে ২২ক্যারাট সোনার চেন দেখতে অনেকটাই বেশি ঝকঝকে এবং সুন্দর হয়। ২২ ক্যারাটের সোনার চেন বেশি সময় ধরে সুরক্ষিত রাখা সম্ভব। BIS হলমার্ক দ্বারা সোনার চেনের বিশুদ্ধতা পরিমাপ করা যেতে পারে।
advertisement
6/6
সোনার চেনের ডিজাইনে বিভিন্ন অপশন -যে ক্যারাটের সোনার চেনই ক্রয় করা হোক না কেন, প্রতিটির ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ভাল ভাল উন্নতমানের ডিজাইন পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে বাজেট এবং কীভাবে ব্যবহার করা হবে, সেই অনুযায়ী পছন্দের চেন বেছে নেওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Jewellery: 14K, 18K এবং 22K সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত? কেনার আগে আপনাকে যা জানতেই হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল