TRENDING:

১০০০ টাকার SIP থেকে মিলবে ৫ লাখ টাকা ! কত সময় লাগবে ? বুঝে নিন ক্যালকুলেশন

Last Updated:
SIP Calculation: প্রতি মাসে ১০০০ টাকা SIP করলে ধীরে ধীরে ৫ লাখ টাকার ফান্ড তৈরি করা সম্ভব। বিভিন্ন রিটার্নে কত সময় লাগে এবং কেন আগেভাগে শুরু করা জরুরি—সবটাই এখানে বুঝে নিন।
advertisement
1/8
১০০০ টাকার SIP থেকে মিলবে ৫ লাখ টাকা ! কত সময় লাগবে ? বুঝে নিন ক্যালকুলেশন
মিউচুয়াল ফান্ড SIP বা Systematic Investment Plan-কে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির সবচেয়ে সহজ ও নিয়মিত উপায় হিসেবে ধরা হয়। এতে আপনি প্রতি মাসে মাত্র ১০০ টাকার মতো ছোট অঙ্ক দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগ করে কি সত্যিই বড় তহবিল গড়ে তোলা সম্ভব?
advertisement
2/8
চলুন জেনে নেওয়া যাক—আপনি যদি প্রতি মাসে ১,০০০ টাকা করে SIP করেন, তাহলে ৫ লক্ষ টাকার তহবিল তৈরি করতে কত সময় লাগবে। সেটাও বিভিন্ন রিটার্নের হারের ভিত্তিতে।
advertisement
3/8
SIP-এ প্রতি মাসে বিনিয়োগ করা টাকাগুলো ভিন্ন ভিন্ন সময়ের জন্য বিনিয়োগিত থাকে। যে টাকা আগে বিনিয়োগ করা হয়, তা বাড়ার জন্য বেশি সময় পায়। একেই কম্পাউন্ডিং বলা হয়।রিটার্নের হার যত বেশি হবে, তত দ্রুত ফান্ড বাড়বে এবং লক্ষ্য পরিমাণে পৌঁছাতে সময়ও তত কম লাগবে।
advertisement
4/8
১০% বার্ষিক রিটার্নে কত সময় লাগবে?যদি আপনার SIP থেকে গড়ে বছরে ১০% রিটার্ন পাওয়া যায়, তাহলে প্রতি মাসে ১,০০০ টাকা SIP করে ৫ লক্ষ টাকার ফান্ড গড়ে তুলতে প্রায় ১৬ বছর ৬ মাস সময় লাগবে।
advertisement
5/8
এই সময়ে আপনার মোট বিনিয়োগ হবে প্রায় ১.৯৮ লক্ষ টাকা, আর বাকি টাকাটা আসবে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে। সাধারণত দীর্ঘমেয়াদে কনজারভেটিভ ইক্যুইটি বা ব্যালান্সড ফান্ডে এই ধরনের রিটার্ন দেখা যায়।
advertisement
6/8
১২% বার্ষিক রিটার্নে কত সময় লাগবে?যদি রিটার্ন একটু বেশি হয়ে বছরে ১২% থাকে, তাহলে একই লক্ষ্য অর্থাৎ ৫ লক্ষ টাকা প্রায় ১৫ বছরে অর্জন করা সম্ভব।এই ক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ হবে প্রায় ১.৮০ লক্ষ টাকা। ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদে গড় হিসেবে ১২% রিটার্নকে বেশ বাস্তবসম্মত বলে ধরা হয়।
advertisement
7/8
১৫% বার্ষিক রিটার্নে কত সময় লাগবে?যদি বাজার ভাল সাপোর্ট দেয় এবং আপনি বছরে ১৫% রিটার্ন পান, তাহলে ৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হতে প্রায় ১৩ বছর ৩ মাস সময় লাগবে।এই ক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ হবে মাত্র ১.৫৯ লক্ষ টাকা । যদিও ১৫% রিটার্ন সম্ভব, তবে এতে ওঠানামা (ভোলাটিলিটি) বেশি থাকে, তাই বিনিয়োগকারীর ধৈর্য ধরে রাখা খুবই জরুরি।
advertisement
8/8
বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা-এই পুরো হিসেব থেকে একটি বিষয় স্পষ্ট—অঙ্ক ছোট হতে পারে, কিন্তু সময়টা বড় হওয়া দরকার। SIP-এ বেশি টাকা লাগানো থেকে আগে শুরু করাটাই বেশি গুরুত্বপূর্ণ।আপনি যদি ২–৩ বছর দেরিতে শুরু করেন, তাহলে একই লক্ষ্য পূরণ করতে আপনাকে বেশি অঙ্কের SIP করতে হতে পারে। কিন্তু যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে SIP শুরু করেন, তাহলে এই ছোট্ট শুরুটাই ভবিষ্যতে আপনার মজবুত আর্থিক ভিত্তি গড়ে তুলতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০০০ টাকার SIP থেকে মিলবে ৫ লাখ টাকা ! কত সময় লাগবে ? বুঝে নিন ক্যালকুলেশন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল