১০০ টাকার নোট...! RBI এর বড় 'আপডেট', দেশবাসীর জন্য 'জরুরি' নির্দেশ..!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
100 Rupee Note: দেশে অন্যতম সর্বাধিক ব্যবহৃত নোটগুলির মধ্যে একটি হল ১০০ টাকার নোট। দোকান-পাট থেকে বাজার, ব্যবহারিক ক্ষেত্রে অত্যধিক জনপ্রিয় এই নোট নিয়ে এবার আরবিআই দিয়েছে বড় সতর্কতা।
advertisement
1/13

দেশে অন্যতম সর্বাধিক ব্যবহৃত নোটগুলির মধ্যে একটি হল ১০০ টাকার নোট। দোকান-পাট থেকে বাজার, ব্যবহারিক ক্ষেত্রে অত্যধিক জনপ্রিয় এই নোট নিয়ে এবার আরবিআই দিয়েছে বড় সতর্কতা।
advertisement
2/13
দেশজুড়ে জাল নোট নিয়ে ক্রমশ বাড়ছে চিন্তা। ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত একাধিক নোটের জাল চক্র। এই পরিস্থিতিতে জেনে রাখা ভাল যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে দেওয়া হয়েছে জাল নোট নিয়ে বড় নির্দেশিকা।
advertisement
3/13
এই নির্দেশিকাতে রয়েছে এমন কিছু নির্দেশ যার সাহায্যে কীভাবে আসল এবং জাল নোটগুলি শনাক্ত করতে হয় তা শিখে নিয়ে আপনিও বুঝে নিতে পারবেন আপনার পার্সে থাকা ১০০ টাকার নোটটি আসল না নকল।
advertisement
4/13
গবেষণায় দেখা গিয়েছে যে ২০১৬ সালের নোট বাতিলের পর জাল নোটের প্রকোপ বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 2020-21-এর বার্ষিক রিপোর্টে ৫ কোটি টাকারও বেশি মূল্যের জাল নোট চিহ্নিত করা হয়। যার বেশিরভাগই ১০০ টাকার নোট। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে আসল ১০০ টাকার নোট শনাক্ত করা যায়।
advertisement
5/13
প্রতিদিনই জাল নোটের শিকার হচ্ছেন মানুষ:রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) থেকে ২,০০০ টাকার মূল্যের নোট প্রত্যাহারের ঘোষণা করার পরে, প্রতারকরা দেশে ১০০, ২০০ এবং ৫০০ টাকার জাল নোটের সরবরাহ বাড়িয়েছে।
advertisement
6/13
আরবিআইয়ের ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই জাল নোটের শিকার হচ্ছেন মানুষ। অনেক সময় জেনে-বুঝে বা অজান্তেই এমন জাল নোট কোনও না কোনও ব্যক্তির কাছে ধরা পড়ে যা দেখতে হুবহু আসলটির মতো।
advertisement
7/13
এমতাবস্থায় প্রশ্ন জাগে যে বাজারে বর্তমান ১০০, ২০০ এবং ৫০০ টাকার আসল ও জাল নোটের মধ্যে পার্থক্য কীভাবে করা যায়?
advertisement
8/13
আসল ও জাল নোট কী ভাবে চিনবেন?প্রতারকরা এখন এমন পেশাদার পদ্ধতিতে জাল নোট তৈরি করে যে প্রথম দর্শনে কেউ তাদের চিনতেই পারেন না। তবে ভাল করে দেখলে তা বোঝা খুব কঠিন কিন্তু নয়। শুধু জানতে হবে সঠিক নিয়ম।
advertisement
9/13
এমতাবস্থায় প্রশ্ন জাগে যে, বাজারে বর্তমান ১০০ টাকার আসল এবং জাল নোটের মধ্যে পার্থক্য কীভাবে করা যায়? নির্দেশে আরবিআই স্পষ্ট করেছে, ১০০ টাকার আসল এবং জাল নোট চেনার উপায় কী কী। আসুন জেনে নেওয়া যাক।
advertisement
10/13
১০০ টাকার জাল নোট কী ভাবে শনাক্ত করবেন?আপনি রেজিস্টারের মাধ্যমে দেখুন কী করে আসল ১০০ টাকার নোটটি শনাক্ত করতে পারবেন। ১০০ টাকার নোটে, এটি একটি ফুলের নকশার মতো থাকে, যা ওয়াটারমার্কের পাশে উল্লম্ব ব্যান্ডে তৈরি করা হয়েছে।
advertisement
11/13
খেয়াল করবেন এটিতে ১০০ লেখা আছে। তবে আপনি যখন এটিকে আলোতে দেখবেন তখনই এটি দৃশ্যমান হবে। এছাড়া নোটের ওয়াটারমার্কে হালকা ছায়ায় গান্ধিজির ছবিও দেখতে পাবেন। এখানেও ১০০ লেখা দেখতে পাবেন, একটু কাত করলেই স্পষ্ট দেখা যাবে।
advertisement
12/13
পাশাপাশি নোটটিতে ২ মিমি সিকিউরিটি থ্রেডে ভারত এবং আরবিআই লেখা দেখা যায়। বিভিন্ন কোণ থেকে দেখা হলে এটি নীল এবং সবুজ রঙে প্রদর্শিত হয়।
advertisement
13/13
এছাড়াও, আপনি যদি মহাত্মা গান্ধি এবং উল্লম্ব ব্যান্ডের মধ্যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করেন, আপনি RBI এবং ১০০ লেখা দেখতে পাবেন। আর এই ভাবেই শনাক্ত করে নিতে পারেন আপনার সঙ্গে থাকা নোটটির বৈধতা।