TRENDING:

10 Gram Gold Price 40 Thousand: ৪০ হাজার টাকার কম দামে পেয়ে যাবেন ১০ গ্রাম সোনা ? কীভাবে সম্ভব...

Last Updated:
10 Gram Gold Price 40 Thousand: সোনার দাম যখন এক লক্ষ ছুঁইছুঁই, তখন ৪০ হাজার টাকারও কমে ১০ গ্রাম সোনা পাওয়া সম্ভব হচ্ছে, কীভাবে সম্ভব হচ্ছে ?
advertisement
1/5
৪০ হাজার টাকার কম দামে পেয়ে যাবেন ১০ গ্রাম সোনা ? কীভাবে সম্ভব...
সম্প্রতি আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনার দাম ৷ ২৩ জুলাই বুধবার ২৪ ক্যারেট সোনার দাম ফের ১ লাখ টাকার বেশি হয়ে গিয়ছে ৷ ধনী হোক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমস্ত শ্রেণির মহিলারা নিজেদের সাধ্য মতো সোনার গয়না কিনে থাকেন । কিন্তু এখন সোনার দাম এতটাই বেড়ে গিয়েছে সোনা কেনা এখন বিপুল সংখ্যক মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ৷
advertisement
2/5
সোনার দাম এতটাই বেড়ে গিয়েছ যে ক্রেতারা এখন ২২ বা ১৮ ক্যারেটের পরিবর্তে তুলনামূলক সস্তা ৯ ক্যারেটের গয়না কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন। অনেকেই মনে করছেন, কম ক্যারেটের সোনার গয়না কেনা আরও সুবিধাজনক, কারণ তা পকেটে কম চাপ ফেলে।এই কারণে, ভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ BIS ঘোষণা করেছে যে এখন থেকে ৯ ক্যারেট সোনার গয়নার উপরেও হলমার্কিং বাধ্যতামূলক হবে।সরকারের যুক্তি, ৯ ক্যারেট সোনার উপর হলমার্ক থাকলে ক্রেতারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।
advertisement
3/5
৯ ক্যারেট সোনার সুবিধাএই কারণেই এখন ৯ ক্যারেট সোনার গয়নার জন্যও হলমার্কিং (Hallmarking) বাধ্যতামূলক করা হয়েছে। BIS ৯ ক্যারেট সোনাকে বাধ্যতামূলক হলমার্কিং বিভাগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।এই নিয়ম চলতি জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে। অর্থাৎ এখন আপনি হলমার্কযুক্ত ৯ ক্যারেট সোনার গয়না কিনতে পারবেন।এর আগে ১৪, ১৮, ২০, ২২, ২৩ ও ২৪ ক্যারেট সোনার গয়নার জন্য হলমার্কিং বাধ্যতামূলক ছিল।
advertisement
4/5
একটি অনুমান অনুযায়ী, বর্তমানে ৯ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৩৭,০০০ থেকে ৩৮,০০০ টাকার মধ্যে হতে পারে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার গয়নার জন্য অন্তত ১ লক্ষ টাকা খরচ করতে হয়।সরকারের এই পদক্ষেপের ফলে গ্রাহকরা সোনার বিশুদ্ধতা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।৯ ক্যারেট সোনা ২২ বা ২৪ ক্যারেট সোনার তুলনায় অনেক সস্তা, এবং এর উপর আধুনিক ডিজাইন তৈরি করাও তুলনামূলকভাবে সহজ।
advertisement
5/5
যদি সুবিধার কথা বলা হয়, তাহলে ৯ ক্যারেট সোনার হলমার্কিংয়ের ফলে গয়নার দাম অনেকটা কমবে এবং সাধারণ মানুষের জন্য সস্তায় সোনার গয়না কেনার একটি দুর্দান্ত বিকল্প তৈরি হবে।হলমার্কিংয়ের মাধ্যমে ৯ ক্যারেট সোনার ৩৭.৫% বিশুদ্ধতা নিশ্চিত হবে।নিয়ম অনুযায়ী, এখন থেকে সব জুয়েলার্স এবং হলমার্কিং কেন্দ্রগুলিকে এই নির্দেশিকা মেনে চলতেই হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
10 Gram Gold Price 40 Thousand: ৪০ হাজার টাকার কম দামে পেয়ে যাবেন ১০ গ্রাম সোনা ? কীভাবে সম্ভব...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল