1 Lakh Rupees Gold Price: রকেট গতিতে বাড়ছে দাম, ১ লাখ ছাড়াল সোনার দাম !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
1 Lakh Rupees Gold Price: রেকর্ড মূল্যবৃদ্ধি! ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ছাড়াল ১ লক্ষ টাকা। রকেট গতিতে বাড়ছে সোনার দাম। কেন এই বৃদ্ধি? জেনে নিন বর্তমান বাজার পরিস্থিতি ও বিশেষজ্ঞদের মতামত।
advertisement
1/6

হুড়মুড়িয়ে বেড়েই চলেছে সোনালি ধাতুর দাম ৷ ২৩ জুলাই ফের ১ লাখ টাকা ছাড়িয়ে গেল সোনার দাম ৷ গত কয়েকদিন দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ ৷ কিন্তু ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ যুগ যুগ ধরে সোনা বিনিয়োগের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম ৷ স্বাভাবিক ভাবেই সোনার দামের ওঠা-পড়া নিয়ে সকলের কৌতুহল থাকে তুঙ্গে ৷
advertisement
2/6
সাধারণত এদেশে বিয়েতে মেয়েদের সোনার গয়না দেওয়ার চল যুগ যুগ ধরে চলে আসছে ৷ তবে যে ভাবে দাম বেড়ে চলেছে সোনার তাতে আর বেশিদিন এই প্রথা চলবে বলে মনে হয় না ৷ সোনার দাম আজকাল এতটাই বেড়ে গিয়েছে যে রুপো বা গোল্ড প্লেটিং গয়নার বাড়ছে চাহিদা ৷
advertisement
3/6
২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
advertisement
4/6
সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
advertisement
5/6
বুধবার ২৩ জুলাই কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫৩০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮২৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৫৭৬১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
1 Lakh Rupees Gold Price: রকেট গতিতে বাড়ছে দাম, ১ লাখ ছাড়াল সোনার দাম !