1 Crore Rupees Value After 20 Years: এখনকার ১ কোটি টাকার মূল্য ২০ বছর পর মাত্র ৪০ লাখ হবে, হিসেব বুঝে সঞ্চয় নিয়ে সতর্ক হন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
1 Crore Rupees Value After 20 Years: বর্তমানে ১ কোটি টাকা অনেক মনে হলেও ২০ বছর পর তার প্রকৃত মূল্য হতে পারে মাত্র ৪০ লাখ টাকা!
advertisement
1/7

দেশে খুচরো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হলেও এখনও তা প্রায় ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের বার্ষিক ভিত্তিতে প্রতিটি প্রয়োজনীয় পণ্যের জন্য ৪ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে। আগামী দিনে যদি বর্তমান হারে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, তাহলে ২০ বছর পর কী হবে? কেউ কি ভেবে দেখেছেন যে, আজ যদি মাসিক ব্যয় ১ লাখ টাকায় মেটানো হয়, তাহলে কি ২০ বছর পরেও তা সম্ভব হবে? আজ যে ১ কোটি টাকার কথা বলা হচ্ছে, এই ১ কোটি টাকার আসল মূল্য কি ২০ বছর পরেও ১ কোটি টাকাই থাকবে?
advertisement
2/7
বর্তমান মূল্য: ১,০০,০০,০০০ টাকামুদ্রাস্ফীতির হার: ৪%২০ বছর পর ১ কোটি টাকার মূল্য: প্রায় ৪০,০০,০০০ টাকাভবিষ্যৎ খরচবর্তমান ব্যয়: ১,০০,০০,০০০ টাকামুদ্রাস্ফীতির হার: ৪%২০ বছর পর একই কাজের ব্যয়: ২,৫০,০০,০০০ টাকা
advertisement
3/7
২০ বছর পর টিকে থাকার জন্য ব্যয় দ্বিগুণ হবে -যদি আমরা পরবর্তী ২০ বছরের কথা বলি, তাহলে আজকের ১ কোটি টাকার ভবিষ্যৎ মূল্য হবে প্রায় ৪০ লাখ টাকা। এর মানে হল ২০ বছরের জন্য ১ কোটি টাকা থাকলেও, এর মূল্য আজকের মতো হবে না। কারণ আজ যে কাজে ১ কোটি টাকা ব্যয় করা হয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করার পরে ২০ বছর পর একই কাজে ২.৫ কোটি টাকা ব্যয় করতে হবে।
advertisement
4/7
একইভাবে, নিজেদের মাসিক পারিবারিক খরচ বা অন্যান্য খরচও বাড়বে। আজ যদি কারও মাসিক খরচ ৫০ হাজার টাকা হয়, তাহলে ২০ বছর পর তা প্রায় ১.২৫ লক্ষ টাকা হবে। এমন পরিস্থিতিতে, যখনই কেউ অবসর বা ভবিষ্যতের পরিকল্পনা করবেন, তখন মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখতে হবে।
advertisement
5/7
SIP: বিনিয়োগের সময় মুদ্রাস্ফীতির কথা মাথায় রাখা উচিত -যদি বিনিয়োগের লক্ষ্য ২০ বছর হয় আর ১ কোটি টাকার তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে, তাহলে এর জন্য, SIP-এর মাধ্যমে মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। যদি পরবর্তী ২০ বছরের জন্য ১২ শতাংশ রিটার্ন অনুমান করা হয়, তাহলে এটি দুটি উপায়ে গণনা করা যেতে পারে।
advertisement
6/7
যদি মুদ্রাস্ফীতির সামঞ্জস্য না করে গণনা করা হয়, তাহলে বার্ষিক ১২ শতাংশ হারে ১০ হাজার টাকার মাসিক SIP-এর মূল্য ২০ বছর পর ১ কোটি টাকা হবে। কিন্তু, যদি মুদ্রাস্ফীতি সমন্বয় করে হিসাব করা হয়, তাহলে এই মূল্য হবে মাত্র ৪৬ লাখ টাকা।
advertisement
7/7
অর্থাৎ, যদি কেউ ২০ বছর পরেও আজকের মূল্য অনুসারে ১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে থাকেন, তাহলে নিজেদের লক্ষ্য থেকে ৫০ শতাংশ পিছিয়ে থাকতে হবে। অতএব, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে মাসিক বিনিয়োগ বাড়ানোর কথা বিবেচনা করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
1 Crore Rupees Value After 20 Years: এখনকার ১ কোটি টাকার মূল্য ২০ বছর পর মাত্র ৪০ লাখ হবে, হিসেব বুঝে সঞ্চয় নিয়ে সতর্ক হন