advertisement
1/4

ফের ব্রিজ বির্পযয় ৷ আবার হুড়মুড়িয়ে পড়ে গেল সেতু ৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ ৷ কুনো নদীর উপরে তৈরি করা হয়েছিল ব্রিজটি ৷ ভোপালের শিবপুরী জেলার পৌহরী তহশীলের এই ব্রিজকে বিকাশ মডেলের উধারণ হিসেবে দেখানো হয়েছিল ৷ ব্রিজ তৈরির জন্য খরচ করা হয়েছিল ৭.৭৮ কোটি টাকা ৷ কিন্তু ব্রিজ তৈরির কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজটি ৷ এলাকায় ভারী বন্যার জেরেই এই র্ঘটনা বলে মনে করা হচ্ছে ৷
advertisement
2/4
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ওই এলাকার সমস্ত নদী কুনো, চম্বল ও শিপের জলস্তর বেড়ে গিয়েছিল ৷ বর্ষায় ফুঁসছিল নদীগুলি ৷ জেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে গত কয়েকদিনের ভারী বর্ষণে গ্রামীণ এলাকায় প্রায় ৫০০ বাড়ি ভেঙে পড়েছে ৷
advertisement
3/4
জুন ২৯ কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ব্রিজটির উদ্বোধন করেন ৷ এলাকার মানুষের সুবিধার্থে ব্রিজটি তৈরি করা হয় ৷ মধ্যপ্রদেশে ও রাজস্থানের মধ্যে সংযোগ তৈরি করার উদ্দেশ্যে করা হয় ব্রিজটি ৷ ব্যয় করা হয়েছিল ৭.৭৮ কোটি টাকা ৷ সরকারের উন্নয়নের উদাহরণ হিসেবে দেখানো হয় ব্রিজটি ৷
advertisement
4/4
জেলাশাসক শিল্পী গুপ্তা জানিয়েছেন, ব্রিজটি PWD তৈরি করেছিল ৷ পুরো রিপোর্টটি খতিয়ে দেখা হবে ৷ স্থানীয় বিজেপি বিধায়ক নিম্নমানের জিনিস দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিল ৷ তিনি জানিয়েছেন, প্রবল বৃষ্টির পর, ব্রিজের ওপর প্রায় চারফুট জল ছিল। সেই সময় ব্রিজটি ভেঙে পড়ে। স্থানীয়রাও একই অভিযোগ জানিয়েছে ৷