Birbhum Milan Kumar : ভুবন বাদ্যকরের জায়গাতেই এ বার গান রেকর্ড করলেন লোকাল ট্রেনের চেনা শিল্পী মিলন কুমার
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
Last Updated:
Birbhum Milan Kumar : বীরভূমের একটি মিউজিক স্টুডিওতে গান রেকর্ডিং করলেন পূর্ব বর্ধমানের মিলন কুমার।
advertisement
1/10

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর ভাইরাল হন গত বছর। এরপর তিনি বীরভূমের একটি স্টুডিওর হাত ধরে নিজের গান রেকর্ডিং করার সুযোগ পান। ঠিক একইভাবে বীরভূমের ওই মিউজিক স্টুডিওতে গান রেকর্ডিং করলেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। (Madhab Das)
advertisement
2/10
কে কে অথবা কুমার শানু কন্ঠী হিসাবে পরিচিত মিলন কুমার দীর্ঘদিন ধরে গান করেন লোকাল ট্রেনে। তাকে গান করতে দেখা যায় বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনে, ময়ূরাক্ষী এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে।
advertisement
3/10
মূলত নিজের সংসার চালানোর জন্য তিনি এইভাবে লোকাল ট্রেনে গান গেয়ে থাকেন। এরই মধ্যে সম্প্রতি কে কে প্রয়াত হওয়ার পর তিনি ভাইরাল হন। ভাইরাল হওয়ার পরেই তার ভাগ্য ফিরতে শুরু করে।
advertisement
4/10
পূর্ব বর্ধমানের বর্ধমান দু'নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরে একটি বাঁশ ও ত্রিপল ঘেরা কুঁড়েঘরে তিনি বসবাস করেন। দুই সন্তান, স্ত্রী এবং বাবা-মা ও দিদিকে নিয়ে তার বসবাস।
advertisement
5/10
ছোট থেকে এই গানের প্রতি ঝোঁক থাকলেও অসীম দরিদ্রর কারণে কোথাও সেই ভাবে গানের তালিম নেওয়া হয়নি। বাবার কাছ থেকে যেটুকু শিখেছেন তাকেই অবলম্বন করে তিনি এইভাবে গান গাইছেন। প্রথম দিকে একটি ডাফলি নিয়ে তিনি গান বাজাতেন পরে, একটি কোরাস মেশিন কেনেন।
advertisement
6/10
এই মিলন কুমার সম্প্রতি বীরভূমের স্টুডিওতে এসে গান গেয়েছেন। তিনি এই স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন ওই সংস্থার কর্ণধার গোপাল ঘোষের প্রচেষ্টায়। তিনি এই স্টুডিওতে যে গানটি রেকর্ডিং করেছেন সেই গানটি হল 'রাধা'।
advertisement
7/10
যদিও এই গানটি কবে মুক্তি পাবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন মিলন কুমার। তবে মিলন কুমার এইভাবে স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে স্টুডিওর কর্ণধারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
advertisement
8/10
অন্যদিকে মিউজিক স্টুডিওর কর্ণধার গোপাল ঘোষ জানিয়েছেন, ‘‘ এর আগে ভুবন বাদ্যকর ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে নতুন মিউজিক ভিডিও তৈরি করার পরিকল্পনা আমরাই প্রথম গ্রহণ করেছিলাম।’’
advertisement
9/10
ঠিক সেই মতো মিলন কুমারকে নিয়েও মিউজিক ভিডিও তৈরি হচ্ছে । খুব তাড়াতাড়ি এই মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ করা হবে।
advertisement
10/10
ভুবন বাদ্যকরের মতোই মিলন কুমারকে যথোপযুক্ত সম্মানিক দিয়ে এই মিউজিক ভিডিও তৈরি করা হচ্ছে।