Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভিড় সামাল দিতে অভিনব উদ্যোগ প্রশাসনের! তৎপর মন্দির কর্তৃপক্ষও
- Published by:Sayani Rana
- local18
Last Updated:
ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক মানুষের ভিড় জমে এদিন। আর এই ভিড় সামাল দিতে একদিকে যখন তৎপর হয়ে থাকে মন্দির কর্তৃপক্ষ, অন্যদিকে তৎপর থাকে প্রশাসনও।
advertisement
1/7

আসছে কৌশিকী অমাবস্যা। চলতি মাসের ১৪ তারিখ পালিত হবে এই পুণ্যতিথি। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়।
advertisement
2/7
তারাপীঠ আগে চণ্ডীপুর নামে পরিচিত ছিল, তবে মা তারার আবির্ভাবের ফলে চণ্ডীপুর নাম বদলে গিয়ে হয় তারাপীঠ।
advertisement
3/7
বছরের অন্যান্য দিন বিশেষ করে সপ্তাহের শনি এবং রবিবার, বিশেষ বিশেষ অমাবস্যায় তারাপীঠে মা তারার পুজো দিতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে।
advertisement
4/7
তবে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, অনেকই মনে করেন এই দিন দ্বারকা নদীতে স্নান করে মা তারা কাছে কোনও মনস্কামনা করলে সে মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
5/7
আর সেই আশা এবং ভরসাতে লক্ষাধিক মানুষের ভিড় জমে এদিন। আর এই ভিড় সামাল দিতে একদিকে যখন তৎপর হয়ে থাকে মন্দির কর্তৃপক্ষ, অন্যদিকে তৎপর থাকে প্রশাসনও।
advertisement
6/7
সেই মত এ বছরের কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের আটলা মোড় থেকে শুরু করে তারাপীঠ মন্দির পর্যন্ত বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে জোর কদমে।
advertisement
7/7
এই ওয়াচ টাওয়ারের মধ্যেই বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা থাকবেন এবং প্রতিমুহূর্তে নজর রাখবেন যাতে দর্শনার্থীদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়।