পুজো কার্নিভ্যালের জন্য বন্ধ থাকছে শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলি
Last Updated:
advertisement
1/8

• আজ রাজ্যে মেগা ইভেন্ট। রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে দুর্গাপুজোর বিসর্জন কার্নিভ্যাল। এই নিয়ে তৃতীয়বার। প্রশাসনের দাবি, এবারের আয়োজন গত দু-বছরের রেকর্ড ছাপিয়ে যাবে। রাজকীয় অনুষ্ঠান মঞ্চ থেকে নিরাপত্তার হরেক আয়োজন, কার্নিভ্যালের আগে চেনা রেড রোডের অচেনা রূপ। নিজস্ব চিত্র ৷
advertisement
2/8
• তিন বছরেই হিট বিসর্জন কার্নিভ্যাল। এবারের অনুষ্ঠানে অংশ নিচ্ছে কলকাতার ৭৫টি নামী পুজো কমিটি। মঙ্গলের বিকেলে শোভাযাত্রা শুরু হবে সাড়ে চারটে নাগাদ। ফোর্ট উইলিয়ামের দিক থেকে প্রতিমা আর সুসজ্জিত ট্যাবলো নিয়ে এগিয়ে আসবেন পুজোর উদ্যোক্তারা। রেড রোডের ঠিক মাঝামাঝি, মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করার জন্য গড়ে ২ মিনিট মতো সময়ও পাবেন তাঁরা। নিজস্ব চিত্র ৷
advertisement
3/8
• কার্নিভ্যাল ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিয়ে সতর্ক প্রশাসন। সোমবার এ নিয়ে একটি বৈঠকও হয়। তাতে পুলিশ কর্তারা ছাড়াও পূর্ত, পর্যটন ও তথ্যসংস্কৃতি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিজস্ব চিত্র ৷
advertisement
4/8
• কার্নিভ্যালের জন্যই সকাল থেকে রেড রোড সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেলা বারোটা বাজলেই, অনেক রাস্তায় বন্ধ করে দেওয়া হবে যান চলাচল। নিজস্ব চিত্র ৷
advertisement
5/8
• গোষ্ঠ পাল সরণি, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, লাভারস লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ বন্ধ থাকবে ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
6/8
• এই পথগুলিতে যান চলাচল বন্ধ থাকলেও খোলা থাকছে সংলগ্ন বেশকিছু রাস্তা ৷ যেমন: গভর্নর্স ক্যাম্প হয়ে জওহরলাল নেহরু রোড ধরে গাড়ি যেতে পারবে ওবেরয় গ্র্যান্ড, ইন্ডিয়ান মিউজিয়াম, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, ইলিয়ট পার্ক হয়ে ক্যাথিড্রাল রোডের দিকে। আবার শেক্সপিয়র সরণি ধরেও গাড়ি নিয়ে যাওয়া যাবে ক্যাথিড্রাল রোড ৷
advertisement
7/8
• এ ছাড়া, লেনিন সরণি এবং এস এন ব্যানার্জি রোড, এই দুটি গুরুত্বপূর্ণ রাস্তাতেই অন্য দিনের মতোই মঙ্গলবার যান চলাচল করবে। নিজস্ব চিত্র ৷
advertisement
8/8
• কার্নিভ্যালে যোগ দিতে বিভিন্ন মণ্ডপের ঠাকুর আসবে খিদিরপুর রোডের দিক থেকে। রেড রোডের কার্নিভাল শেষে স্ট্র্যান্ড রোড হয়ে তারা চলে যাবে বিভিন্ন ঘাটে, বিসর্জনের জন্য। রেড রোড তখন মনে মনে বলবে, আসছে বছর আবার হবে। নিজস্ব চিত্র ৷