Zodiacs| Numerology: আপনি কি এই তারিখের জাতক? ২০২২ সালে আপনার জন্য অপেক্ষা করছে বিরাট পরিবর্তন, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স, আসবে নতুন সঙ্গী...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Zodiacs: আপনার জন্মদিনের মাধ্যমেই নিউমারোলজিস্টেরা বিশ্লেষণ করে বের করে দেবেন, ঠিক কেমন যাবে আপনার নতুন বছর, এই ২০২২ সাল। দেখে নিন, কী বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
1/11

২০২১ বর্ষশেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখন সকলের সমস্ত ভাবনা নতুন বছরের নিয়েই। এই বছর যা কিছু হোক না কেন, নতুন বছর যেন ভাল কাটে সেদিকেই তাকিয়ে আছেন সকলে। সবার মনেই প্রশ্ন একটা, কেমন যাবে তাঁদের আসন্ন নতুন বছর?
advertisement
2/11
এটা পড়তে শুরু করার আগে ক্যালেন্ডারের পাতায় মার্ক করুন-- কবে আপনার জন্মদিন। আপনার জন্মদিনের মাধ্যমেই নিউমারোলজিস্টেরা বিশ্লেষণ করে বের করে দেবেন, ঠিক কেমন যাবে আপনার নতুন বছর, এই ২০২২ সাল। দেখে নিন, কী বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
3/11
১ জানুয়ারি, ১০ জানুয়ারি, ১৯ জানুয়ারি, ২৮ জানুয়ারি আপনি কি এই চারটি তারিখের জাতক? গোটা বছরটাই একটু সাবধানে থাকবেন, কেননা আপনার উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভোগার যোগ আছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার এ বছরের লগ্নিতে নজর রাখুন। এই বছরটায় আপনি অন্যদের থেকে সাহায্য নিতে লজ্জা পাবেন না। কাজে সাফল্য পেতে মাথা ঠান্ডা রাখতে হবে।
advertisement
4/11
২ জানুয়ারি, ১১ জানুয়ারি, ২০ জানুয়ারি, ২৯ জানুয়ারি আপনি কি ২, ১১, ২০, ২৯ জানুয়ারির জাতক? আপনাকে কিন্তু অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যেস বজায় রাখতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে। আপনাকে প্রাণায়াম ও অন্যান্য কিছু স্বাস্থ্য বিধির সাহায্য নিতে হবে।
advertisement
5/11
৩ জানুয়ারি, ১২ জানুয়ারি, ২১ জানুয়ারি, ৩০ জানুয়ারি এই বছরটা কাজের মধ্যে ডুবে থাকুন। আত্ম অহংকার থেকে মুক্ত থাকুন। শিক্ষাক্ষেত্রে অর্জনের যোগ। গলার সংক্রমণে ভোগার যোগ। তাই থাকতে হবে সতর্ক।
advertisement
6/11
৪ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ২২ জানুয়ারি, ৩১ জানুয়ারি আপনার জন্মদিন কি এই দিনগুলির একটি? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সুসংবাদ। আগামী বছরে অর্থভাগ্য ভালো থাকবে। নতুনদের সাহায্য়ের মানসিকতা রাখুন। আপনারা যে কোনও শুভ কাজ বুধবার বা শুক্রবার করার চেষ্টা করুন।মদ্যপান থেকে দূরে থাকুন। এ বছরটা খুব বেশি আমিষ খাবারও খাবেন না। রক্তচাপের উপর নজর রাখুন।
advertisement
7/11
৫ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ২৩ জানুয়ারি যে কোনও সম্পর্কের জন্য এই বছরটি আপনাদের জন্য ভাল দিক নিয়ে আসবে। তাই নতুন সম্পর্কে যাওয়ার কথা ভাবতেই পরেই ২০২২ এ। সেবার কথা ভাবুন। আর্তকে খাদ্য দান করুন।
advertisement
8/11
৬ জানুয়ারি, ১৫ জানুয়ারি, ২৪ জানুয়ারি পেশাগত জীবনে সৌভাগ্য বজায় থাকবে। অর্থব্যয় করতে হবে বুঝেশুনে। আপনার রোম্যান্টিক জীবন সুখে ও আনন্দে ভরে উঠবে। সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন। আবেগে ভেসে যাবেন না।
advertisement
9/11
৭ জানুয়ারি, ১৬ জানুয়ারি, ২৫ জানুয়ারি উন্নতির যোগ আছে। মে মাসের পর থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে এই জাতকদের। সবমিলিয়ে ভালো ফল আসতে চলেছে ২০২২ এ আপনাদের জন্য।
advertisement
10/11
৮ জানুয়ারি, ১৭ জানুয়ারি, ২৬ জানুয়ারি কখনই আত্মতৃপ্তিতে ভুগবেন না। তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। দাঁতের যত্ন নিন। বিয়ের জন্য খুব ভালো সময়। নিজের টাকা পয়সা বুদ্ধিমত্তার সঙ্গে দেখভাল করুন। নতুন নির্মাণ করতে পারেন।
advertisement
11/11
৮ জানুয়ারি, ১৭ জানুয়ারি, ২৬ জানুয়ারি কখনই আত্মতৃপ্তিতে ভুগবেন না। তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। দাঁতের যত্ন নিন। বিয়ের জন্য খুব ভালো সময়। নিজের টাকা পয়সা বুদ্ধিমত্তার সঙ্গে দেখভাল করুন। নতুন নির্মাণ করতে পারেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Zodiacs| Numerology: আপনি কি এই তারিখের জাতক? ২০২২ সালে আপনার জন্য অপেক্ষা করছে বিরাট পরিবর্তন, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স, আসবে নতুন সঙ্গী...