Zodiac : এই পাঁচ রাশির মানুষকে অন্যরা সব সময়ে ভুল বোঝে! আপনি নেই তো এই দলে?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Zodiac : জ্যোতিষশাস্ত্র বলছে, বিশেষ করে এই পাঁচ রাশির মানুষকে সব সময়ে অন্যরা ভুল বোঝেন।
advertisement
1/6

কিছু মানুষ আছেন যাঁরা বহু ভালো কাজ করার পরেও তার জন্য যথেষ্ট মূল্য পান না। বার বার ভুল বোঝাবুঝির শিকার হন তাঁরা। জ্যোতিষশাস্ত্র বলছে, বিশেষ করে এই পাঁচ রাশির মানুষকে সব সময়ে অন্যরা ভুল বোঝেন। আপনিও কি রয়েছেন এদের মধ্যে? দেখে নিন।
advertisement
2/6
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এই রাশির জাতকরা মনের দিক থেকে খুব গভীর হন। নিজেদের প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করে এরা। মানসিক শান্তি বজায় রাখার জন্য কিছু মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে এরা। শান্ত ও নির্লীপ্ত থাকার জন্য ভুল বোঝে এদের অন্যরা। এদের আত্মমর্যাদা প্রবল।
advertisement
3/6
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। এরা একঘেঁয়ে, খুঁতখুঁতে হিসেবে পরিচিত। মানুষের ভুল শুধরে দিয়ে তাদের ভালো করার চেষ্টা করে এই রাশির জাতক জাতিকারা। কিন্তু তাতে ফল উল্টো হয়। অন্যরা বিরক্ত হয় ও ভুল বোঝে।
advertisement
4/6
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সব সময়ে আকর্ষণের কেন্দ্রে রাখতে পছন্দ করে এরা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এদের ভুল বোঝে। প্রচুর পরিশ্রম করে এরা। কিন্তু নিজের ঢাক পেটাতে এরা পারদর্শী নয়। তাই এদের পরিশ্রম কাজ বেশির ভাগ ক্ষেত্রেই অলক্ষ্যে থেকে যায়।
advertisement
5/6
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। এরা খুবই আবেগপ্রবণ হয়। এদের শিশুসুলভ ভেবে ফেলে মানুষ। কিন্তু আদপে এরা খুবই পরিণত হয়। অন্যের খেয়াল রাখতেও এরা পারদর্শী। কিন্তু তার সঠিক মূল্যায়ণ হয় না।
advertisement
6/6
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এদের দুমুখো বলেই মানুষ চেনে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আসলে এরা যোগাযোগ রাখায় খুবই পারদর্শী।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Zodiac : এই পাঁচ রাশির মানুষকে অন্যরা সব সময়ে ভুল বোঝে! আপনি নেই তো এই দলে?