Trikalagya Joytishi Prediction: তরুণ ভারতীয় জ্যোতিষী বলেছিলেন করোনার কথা, ২১ দিন আগে বলেছিলেন হবে ভূমিকম্প, এবার ভারত নিয়ে কোন কালো দিনের ভবিষ্যদ্বাণী করলেন, আতঙ্কের শিহরণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Trikalagya Joytishi Prediction: ত্রিকালজ্ঞ ঋষি-মুনিদের কথা অনেক শুনেছি, কিন্তু ২০ বছরের এই ভারতীয় জ্যোতিষী হড়হড় করে আগাম বলে দিচ্ছেন যা মিলে যাচ্ছে হুবহু
advertisement
1/9

: ধ্বংসের পর ধ্বংস, মৃত্যুর পর মৃত্যু - এই এখন মায়ানমার-তাইল্যান্ডের ছবি৷ হাহাকারের রোল সর্বত্র৷ মৃত্যুর সংখ্যা সরকারি হিসেবেই যা সামনে আসছে তা দেখে শিউরে উঠতে হয়৷ কিন্তু এই মারাত্মক ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিয়েছিলেন ভারতেরই এক জ্যোতিষী৷ এই মুহূর্তে ভারতের যে জ্যোতিষীরা নিজেদের জ্যোতিষ শাস্ত্রের ভবিষ্যত বিবরণের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম অভিজ্ঞ আনন্দ৷
advertisement
2/9
ভারতের এই তরুণ জ্যোতিষী ২১ দিন আগেই নিজের পডকাস্টে এই বিধ্বংসী ভূমিকম্পের কথা জানিয়েছিলেন৷ তখন কেউ এই তথ্যের ওপর গুরুত্ব দেয়নি৷ অথচ ২১ দিন বাদে যখন রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত করে তখন দেখা যায় যে তরুণ ওই জ্যোতিষীর করা একের পর এক ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।
advertisement
3/9
অভিজ্ঞ আনন্দকে বলা হচ্ছে ত্রিকালজ্ঞ। বয়স মাত্র ২০ বছর৷ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিয়োয় ভূমিকম্পের পূর্বাভাস দেন অভিজ্ঞ। তাঁর নিজের ইউটিউব চ্যানেলের নাম Praajna Jyotisha, তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১.১৯ মিলিয়ন৷ তিনি মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পের পর এবার জানিয়েছেন ভারতে হবে প্রবল ধ্বংসযজ্ঞ৷ নিস্তার পাবে না কেউই৷ Photo- Representative
advertisement
4/9
১ মার্চ এই জ্যোতিষী নিজের Praajna Jyotisha ইউটিউব চ্যানেলে পডকাস্টটি আপলোড করেছিলেন। সেখানে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা এ বছরের মাঝামাঝি ভয়ঙ্কর ভূমিকম্প মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে। তাৎপর্যপূর্ণ ভাবে তিন সপ্তাহ পর ২৮ এবং ২৯ তারিখ কেঁপে ওঠে মায়ানমার এবং তাইল্যান্ডের৷ মহাক্ষতি হয় মায়ানমার, ব্যাঙ্ককে৷
advertisement
5/9
কর্নাটকের মাইসুরুর বাসিন্দা অভিজ্ঞ৷ মাত্র সাত বছর বয়সে সম্পূর্ণ ভাগবত গীতা কণ্ঠস্থ করে ফেলেন তিনি। খুব অল্প বয়স থেকে সংস্কৃত ভাষার চর্চা শুরু হয় তাঁর। তাঁর এই গুণের বিকাশের পিছনে তাঁর মায়ের হাত প্রধান৷
advertisement
6/9
১১ বছর বয়স থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন তিনি। ১২ বছর বয়সে বাস্তুশাস্ত্রে স্নাতকের ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ‘প্রজ্ঞা জ্যোতিষ’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। বর্তমানে সেখানে ১২০০ শিশু-কিশোরকে জ্যোতিষ শাস্ত্র পড়ান তিনি৷
advertisement
7/9
তাঁর দাবি অনুসারে ২০২০ সালের কোভিড অতিমারি, ২০২২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া এবং ২০২৩ সালে ইজ়রায়েলে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণের সঠিক পূর্বাভাসও তাঁর পডকাস্টে দেওয়া হয়েছিল বলে দাবি করে তাঁরই ভিডিও৷
advertisement
8/9
গত বছরের অগস্টে গণঅভ্যুত্থানে বাংলাদেশে ক্ষমতা হারান আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। অভিজ্ঞের দাবি, পূর্বের প্রতিবেশী দেশে যে এমন কাণ্ড ঘটতে চলেছে, জ্যোতিষ গণনায় তা আগেই বুঝতে পেরেছিলেন তিনি। সেইমতো ভবিষ্যদ্বাণীও করেন মাইসুরুর তরুণ ‘ত্রিকালজ্ঞ’।
advertisement
9/9
তিনি এরপর বলেছেন এই বছরের সামনের দিকে ভারতেও হবে ভয়াবহ কোনও বিপর্যয়৷ যাতে ভারতেও প্রচুর প্রাণহানি কিম্বা আর্থিক ক্ষতিরও আশঙ্কা থাকবে৷ যেভাবে তরুণ অভিজ্ঞর় একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে গেছে, তাতে এবার কী আশঙ্কার দিন গুনবে ভারতীয়রা৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Trikalagya Joytishi Prediction: তরুণ ভারতীয় জ্যোতিষী বলেছিলেন করোনার কথা, ২১ দিন আগে বলেছিলেন হবে ভূমিকম্প, এবার ভারত নিয়ে কোন কালো দিনের ভবিষ্যদ্বাণী করলেন, আতঙ্কের শিহরণ