2025 Mahadev Blessings: ২০২৫-এ মহাদেবের কৃপা থাকবে অটুট, বছর শেষে এই বিশেষ 'টোটকা' বাড়ি বয়ে আনবে ভাগ্য
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
বছরের শেষ দিনে করুন এই কাজ! মহাদেবের কৃপায় নতুন বছরের হবে ইচ্ছাপূরণ৷ এই ছোট্ট উপায়ে পাবেন মহাদেবের কৃপা, পূর্ণ হবে সব ইচ্ছা
advertisement
1/5

আপনার মনের অপূর্ন বাসনা পূর্ণ করুক নতুন বছরে। সুযোগ রয়েছে আপনার হাতেই কিন্তু তার জন্য করতে হবে ছোট্ট একটি কাজ। তবে এক্ষেত্রে আপনার মনের যে কোনও একটি ইচ্ছা সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে।
advertisement
2/5
জ্যোতিষ জয়দেব শাস্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালে আপনার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে চাইলে, চলতি বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর এই উপায় করতে হবে। তাহলেই পূরণ হবে আপনার মনের ইচ্ছা।
advertisement
3/5
জয়দেববাবু জানিয়েছেন, এই উপায় করতে হলে বছরের শেষ দিনে আপনাকে সকাল সকাল স্নান করে যেতে হবে কোনও শিব মন্দিরে। তারপর আপনি আগামী বছর কি পেতে চাইছেন, সেই ইচ্ছা নন্দীদেবের ডানকানে কানে তিনবার বলুন। নন্দীদেবকে আপনার ইচ্ছা জানানোর সময় আপনার মুখের দু'পাশে দুটি হাত ঢেকে রাখবেন। যাতে আওয়াজ বাইরে না যায়।
advertisement
4/5
এরপর আপনি দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। ভগবান মহাদেবকে প্রণাম জানান। তারপর মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ 'নমঃ শিবায়' মন্ত্রটি ১০৮ বার জপ করুন। কিন্তু নন্দীদেবকে জানানো ইচ্ছা সরাসরি আর মহাদেবের কানে তুলবেন না।
advertisement
5/5
জয়দেব শাস্ত্রী জানিয়েছেন, এমনটা করলে আপনার মনের ইচ্ছা নন্দীদেব ভগবান শিবের কাছে পৌঁছে দেন। শিব পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, নন্দীদেবকে জানানো ইচ্ছা অবশ্যই পূরণ করেন ভক্ত বৎসল মহাদেব। তাই তার কৃপায় আগামী বছর আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
2025 Mahadev Blessings: ২০২৫-এ মহাদেবের কৃপা থাকবে অটুট, বছর শেষে এই বিশেষ 'টোটকা' বাড়ি বয়ে আনবে ভাগ্য