TRENDING:

Worm Moon : পূর্ণিমায় পোকামাকড়ের চাঁদ! কেন এরকম নাম, জানুন মহাকাশের রহস্য

Last Updated:
Worm Moon : জানেন কি এক বিশেষ তিথির চাঁদকে বলা হয় ওয়র্ম মুন বা পোকামাকড়ের চাঁদ।
advertisement
1/7
পূর্ণিমায় পোকামাকড়ের চাঁদ! কেন এরকম নাম, জানুন মহাকাশের রহস্য
সৃষ্টির আদিকাল থেকে চাঁদ নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। ঋতু ও তিথি ভেদে নানা নামে চাঁদকে ডাকা হয়। পিঙ্ক মুন, ব্লু মুন-চাঁদের নামের শেষ নেই। জানেন কি এক বিশেষ তিথির চাঁদকে বলা হয় ওয়র্ম মুন বা পোকামাকড়ের চাঁদ।
advertisement
2/7
খুব বিরল দৃশ্য নয় কিন্তু পোকামাকড়ের চাঁদ। মঙ্গলবার রাতে আপনিও দেখেছেন সেই চাঁদ। আসলে মার্চ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদকে বলা হয় ওয়র্ম মুন। ঘটনাচক্রে আমাদের এখানে সেটা হয়ে যায় ফাল্গুনী পূর্ণিমার চাঁদ।
advertisement
3/7
দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকার আদিবাসীরাই চাঁদের এমন আজব নাম দিয়েছেন। কারণ মার্চ মাস থেকে শীতকাল শেষ হয়ে গ্রীষ্মের মরশুম শুরু হতে থাকে। প্রকৃতি ও পৃথিবী আবার উষ্ণ হতে শুরু করে। মাটির নীচে বাসা ছেড়ে পোকামাকড় ফের সক্রিয় হয়ে আবার বেরিয়ে আসতে থাকে।
advertisement
4/7
তাই মার্চ মাসে পূর্ণিমার চাঁদ হল worm moon বা পোকামাকড়ের চাঁদ। কেঁচো বা অন্যান্য কীট মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাই এই চাঁদও উর্বরতার প্রতীক। এর অন্য নাম স্যাপ মুন বা sap moon। কারণ এই ঋতুতেই ম্যাপল গাছের মধু সংগ্রহ করা হয়।
advertisement
5/7
মার্চ মাসের চাঁদের কোথাও কোথাও নাম ক্রো মুন বা কাকের চাঁদ। কারণ এ সময় শীতের পর আবার কাকের ডাক শোনা যায়।
advertisement
6/7
খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টারের আগে উপবাসপর্ব বা Lent শুরু হয় এ সময়। তাই মার্চের চাঁদ ইউরোপের অনেকের কাছেই পরিচিত Lenten Moon নামে।
advertisement
7/7
চলতি বছরে মোট ১৩ টি পূর্ণিমার চাঁদ দেখা যাবে আকাশে। অগাস্টের আকাশে উজ্জ্বল হয়ে উঠবে দুটি সুপারমুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Worm Moon : পূর্ণিমায় পোকামাকড়ের চাঁদ! কেন এরকম নাম, জানুন মহাকাশের রহস্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল