Vishwakarma Puja: প্রতি বছর একই দিনে কেন পড়ে বিশ্বকর্মা পুজো? অবাক করা এই ঘটনার পিছনে রয়েছে 'এক' বিশেষ কারণ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে, সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল গত বছর।
advertisement
1/7

বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই পূজার মূল উদ্দেশ্য ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা। যাকে দেব শিল্পী বলা হয়।
advertisement
2/7
২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয়, ৩১ ভাদ্র। দিনটি মঙ্গলবার৷
advertisement
3/7
দিনটি বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণনা করা হয়। পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবসে বিশ্বকর্মা পূজা হয়।
advertisement
4/7
বিশ্বকর্মার পুজোর দিন ভাদ্র সংক্রান্তি অর্থাত্ ভাদ্র মাসের শেষ তারিখ। বিশ্বকর্মা পুজোর যে তারিখটি বাংলা পঞ্জিকা মতে বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে।
advertisement
5/7
বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে গমন করে, তখন উত্তরায়ণের সময় আসে।
advertisement
6/7
বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই দিনটি সৌর বর্ষপঞ্জি এবং ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকায় ৫ মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা ১৫৬ দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ ইংরাজি ক্যালেন্ডারে ১৭ সেপ্টেম্বর পড়ে।
advertisement
7/7
৫ মাসের মধ্যে যদি কোনও মাস ২৯ বা ৩২ দিন থাকে, সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এগিয়ে বা পিছিয়ে যায়। যেমনটা হয়েছিল গত বছর।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vishwakarma Puja: প্রতি বছর একই দিনে কেন পড়ে বিশ্বকর্মা পুজো? অবাক করা এই ঘটনার পিছনে রয়েছে 'এক' বিশেষ কারণ