অষ্টমীর দিন কোন জামা পরে অঞ্জলি দেবেন? কোন রাশির জন্য কোন রঙ শুভ? মা দুর্গার আশীর্বাদ পেতে বেছে নেবেন কোন রঙের পোশাক?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দুর্গাপুজোর আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হল অষ্টমীর অঞ্জলি দেওয়া। আর সেই সময় সেরা নতুন জামা বা শাড়িটি যদি পরা যেত। তাহলে তো সোনায় সোহাগা। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আমাদের বারোটা রাশির জন্য অষ্টমীর পুজোর জন্য অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের জামা পরলে সারা বছর ভাগ্য সহায় থাকবে?
advertisement
1/14

আর একদিন পার করলেই মহালয়া। আর মহালয়া মানেই দুর্গাপুজো চলে আসা। পুজোর কেনাকাটার শেষ মুহূর্তের প্রস্তুতির চেনা ছবি দেখা যাচ্ছে দিকে দিকে।
advertisement
2/14
দুর্গাপুজোর আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হল অষ্টমীর অঞ্জলি দেওয়া। আর সেই সময় সেরা নতুন জামা বা শাড়িটি যদি পরা যেত। তাহলে তো সোনায় সোহাগা। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আমাদের বারোটা রাশির জন্য অষ্টমীর পুজোর জন্য অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের জামা পরলে সারা বছর ভাগ্য সহায় থাকবে?
advertisement
3/14
মেষ- মেষ রাশির জন্য জাতক-জাতিকাদের এই বছর অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই লাল রঙের জামা পরে আসবেন।
advertisement
4/14
বৃষ- গাঢ় সবুজ বা আকাশি রঙের জামা বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাই এই সময় এই কয়েকটি রঙের জামা পরার চেষ্টা করুন।
advertisement
5/14
মিথুন- অষ্টমীর অঞ্জলির জন্য মিথুন রাশির ক্ষেত্রে হলুদ এবং সবুজ রঙের জামা খুবই শুভ হতে চলেছে।
advertisement
6/14
কর্কট- কর্কট রাশির জন্য সাদা খুবই শুভ রঙ হতে চলেছে। তবে সাদার সঙ্গে রুপোলি রঙের ছোঁয়া রয়েছে এমন পোশাকও বেছে নিতে পারেন।
advertisement
7/14
সিংহ- সিংহ রাশির জন্য কমলা, হলুদ, লাল এবং সোনালি রঙের পোশাক সিংহ রাশির অষ্টমীর সকালের জন্য বেশ উপযুক্ত।
advertisement
8/14
কন্যা- কন্যা রাশির জন্য বাদামি, সবুজ এবং গাঢ় নীল রঙের পোশাক অত্যন্ত শুভ। তাই এইদিন এই রঙের পোশাক পরার চেষ্টা করুন।
advertisement
9/14
বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অঞ্জলির ক্ষেত্রে লাল এবং মেরুন রঙের জামা পরতে পারেন। এই রাশির জন্য কালো রঙটিও শুভ হবে, তবে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে এই রঙটি এড়িয়ে চলাই ভাল বলে মনে করা হচ্ছে।
advertisement
10/14
ধনু- গাঢ় নীল এবং বেগুনি রঙের পোশাক ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তবে হলুদ রঙও বেছে নিতে পারেন।
advertisement
11/14
মকর- মকর রাশির জন্য গাঢ় বাদামি এবং ধূসর রঙের পোশাক শুভ হতে চলেছে। এ ছাড়া পুজো দেওয়ার সময় ছাড়া কালো রঙের পোশাক পরতে পারেন।
advertisement
12/14
কুম্ভ- অষ্টমীর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশির ব্যক্তিরা হালকা নীল ও গাঢ় নীল রঙের পোশাক পরতে পারেন।
advertisement
13/14
মীন- মীন রাশির ক্ষেত্রে হলুদ, নীল, সাদা এবং বেগুনি রঙের পোশাক অত্যন্ত শুভ হতে চলেছে।
advertisement
14/14
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
অষ্টমীর দিন কোন জামা পরে অঞ্জলি দেবেন? কোন রাশির জন্য কোন রঙ শুভ? মা দুর্গার আশীর্বাদ পেতে বেছে নেবেন কোন রঙের পোশাক?